জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পুনর্জাগরণ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে পালিত হয়েছে ‘এক শহীদ, এক বৃক্ষরোপণ’ এবং দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি।
শনিবার বেলা ১১টায় সদর উপজেলার আগরবাড়ি গ্রামে দাফনকৃত বীর শহীদ কামাল হোসেনের কবরস্থানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বৃক্ষরোপণ করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাকিরুল হক সরকার, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, বাসন্ডা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আজাদ ও প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বৃক্ষরোপণের আগে জেলা প্রশাসক শহীদ কামাল হোসেনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। শহীদের স্ত্রী রানী বেগম, তার দুই সন্তান এবং শ্বশুর ইসমাইল হাওলাদারও সেখানে উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আঁকা গ্রাফিতি ঘুরে দেখেন। এসব গ্রাফিতিতে ফুটে ওঠে ১৯৭১ সালের পূর্বাপর আন্দোলন, শহীদদের আত্মত্যাগ এবং মুক্তির চেতনা।
বিডি প্রতিদিন/এমআই