মেহেরপুরের গাংনী উপজেলার হাড়ভাঙ্গা গ্রামের জামতলা বাজার এলাকায় পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা ওই গ্রামের রহিদুল ইসলামের কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, খেলার ছলে বাড়ির পাশের পুকুরপাড়ে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় আয়েশা। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, ‘শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।’
বিডি প্রতিদিন/জামশেদ