শেরপুরের নকলা উপজেলায় শিয়ালের কামড়ে এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাকাতিয়া কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে একজন ভ্যাকসিন নিয়েছেন, বাকিদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কেউ আশঙ্কাজনক নন।
আহতরা হলেন—মো. রাসেল মিয়ার চার বছরের ছেলে মো. আল আমিন, কফিল মিয়ার স্ত্রী ৬৫ বছর বয়সী রুমেছা বেগম, রুবেল মিয়ার স্ত্রী ৩০ বছর বয়সী নাজমা বেগম, জনি মিয়ার দেড় বছরের মেয়ে ইলমা এবং সাত বছর বয়সী হানিফ মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কফিল মিয়ার বাড়ির পেছনে শিশুরা খেলছিল। এ সময় একটি শিয়াল হঠাৎ করে এসে শিশু আল আমিনকে কামড়ে দেয়। তাকে রক্ষা করতে গিয়ে অন্যরাও শিয়ালের কামড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়রা জানান, শিয়ালের আচরণ ছিল অস্বাভাবিক ও পাগলাটে ধরনের। এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ডা. রাশিদুল ইসলাম আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে আক্রান্তদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ভ্যাকসিনও দেওয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ