চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগাটেনের প্রায় ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলা সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, সহ-সভাপতি কবিতা সাহা, মাহমুদা খানম, আইভী হীরা, কাউসার পাটোয়ারী, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রায় ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এসময় তারা সরকারের প্রতি আহ্বান জানান- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগাটেনের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সুযোগ প্রদান করে জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বৈষম্য দূর করার। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় মোট ৬৮৪ শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তন্মধ্যে ২৫ হাজারের উপরে ৫ম শ্রেণির শিক্ষার্থী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ