মানিকগঞ্জে টাকা ও জমি লিখে না দেয়ায় রবিন্দ্রনাথ ভদ্র ওরফে বরি (৪২) নামে এক ব্যক্তি তার মা করুণা রানী ভদ্রকে (৬০) কে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।
জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে নিজ ঘরে ছুরিকাঘাত করে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়।
স্থানীয়রা জানায়, হত্যার পর পাশের ঘরে থাকা ছোট ভাই রতীন্দ্রনাথ ভদ্রকে হত্যার চেষ্টা করে বরি। পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মৃত করুণা রানী ছিলেন মৃত ফটিক ভদ্রের স্ত্রী।
পরিবারের দাবি, বরি দীর্ঘদিন লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। তার স্ত্রী লক্ষী বলেন, রাতের বেলা তিনি চৌকিতে ঘুমাতেন, বুধবার রাতে হঠাৎ দেখেন তিনি বিছানায় নেই। পরবর্তীতে ঘটনাটি ঘটার খবর পৌঁছে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর. আল মামুন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত রবিন্দ্রনাথ ভদ্রকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ