২২ মে, ২০১৯ ১৩:২২

ভারতের তুরুপের তাস ‘জিনিয়াস’ ধোনি : জহির আব্বাস

অনলাইন ডেস্ক

ভারতের তুরুপের তাস ‘জিনিয়াস’ ধোনি : জহির আব্বাস

ভারতের অন্যতম সেরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে দেশকে দুটি বিশ্বকাপ ট্রফি উপহার দেন তিনি। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপই ধোনির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। 

আসন্ন এই বিশ্বকাপে ধোনি ভারতীয় দলের তুরুপের তাস হবেন মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস। তার মতে দলের ক্রিকেট ‘মস্তিস্ক’ ধোনি তার বিশাল অভিজ্ঞতার কারণেই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার তুরুপের তাস হবেন।

ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-২০ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয় করে। এছাড়া ২০১০ ও ২০১৬ এশিয়া কাপ ও ২০১৩ চ্যাম্পিয়নশীপের শিরোপাও ভারত জয় করেছে ধোনির নেতৃত্বেই।

স্টাম্পের পিছনে ধোনির দ্রুততা এখনো কার্যকর। তবে তার বিশ্ব সেরা ফিনিশারের ভাবমূর্তি সম্প্রতি কিছুটা ম্লান হয়েছে। তবে আব্বাস বলেন, বিশ্বকাপের মত বড় ইভেন্টে ধোনির অভিজ্ঞতা অনেক বড় হিসেবে বিবেচনা করতে হবে।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) আব্বাস বলেন, ‘ভারতীয় দলে আছে মহেন্দ্র সিং ধোনির মত একজন ‘জিনিয়াস’ খেলোয়াড়। তিনি দলের ক্রিকেট মস্তিস্ক। তিনি খেলাটি ভাল বুঝতে পারেন এবং দুইটি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে তার। অধিনায়ক ও কোচের জন্য তার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তিনি হতে পারেন দলের তুরুপের তাস।’

এশিয়ার ব্র্যাডম্যান খ্যাত আব্বাস মনে করছেন, ‘যেহেতু বিরাট কোহলির নেতৃত্বে এটা প্রথম বিশ্বকাপ এবং তিনি দল নেতা হিসেবে প্রমাণ করতে চাইবেন।’

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর