লক্ষ্মীপুরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে দুই দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে শনিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টা থেকে মাঝারী ধরনের বৃষ্টি শুরু হয়। এর আগে ১২ টা থেকে মেঘনা উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনতে উপকূলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে।
৯ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হলেও ঘর-বাড়ি, গবাদী পশু ছেড়ে নিরাপদ আশ্রয়ে আসতে চাইছে না মানুষ। জেলেরা এখনো মাছ ধরার ট্রলার ও নৌকা নিয়ে নদীর তীরে অবস্থান করছেন।
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ১০০টি সাইক্লোন শেল্টার এবং গঠন করা হয়েছে ৬৬টি মেডিকেল টিম।
এছাড়া রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আড়াই হাজার স্বেচ্ছাসেবী কর্মী প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল জানান, উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে আনতে কাজ করছে প্রশাসন। সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ডিসি।
বিডি প্রতিদিন/হিমেল