শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

লোভী কুকুর

লোভী কুকুর

একদিন একটি লোভী কুকুর কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করল। তা দেখে কসাই তার পেছনে তাড়া করল কিন্তু কিছুদূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানে ফিরে এলো। এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগল প্রাণপণে। অনেকটা যাওয়ার পর সে পেছন ফিরে তাকিয়ে দেখল যে, কসাইটা তার দিকে তাড়া করে আসছে কি না। কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরেসুস্থে হাঁটতে লাগল। কিছুক্ষণ পরে সে এসে পৌঁছল একটা ছোট্ট নদীর কাছে।

সে তখন মুখের মাংসের টুকরোটা নিয়ে সেতুর ওপর দিয়ে নদী পার হতে লাগল। সে সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠতে সেদিকে তাকিয়ে দেখল। লোভী আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটি কুকুর মনে করল। সেই মাংসের টুকরোটাও পাওয়ার জন্য তার খুব লোভ হলো।

সে এবার অন্য কিছু চিন্তাভাবনা না করে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল। লোভী কুকুরটা মাংসের টুকরোটার সঙ্গে সঙ্গে তার মূল্যবান প্রাণটাও হারাল।

নীতিকথা- “অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশের কারণ”।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর