বৃষ্টি পড়ে ঝুমুর তালে
উঠোন ভরা পানি
সেই পানিতে দাঁড়িয়ে আছে
আমার প্রিয় নানি।
নানির চোখে ফাঁকি দিয়ে
আমিও কাদায় নামি
মায়ের ডাকে অমনি আমি
পেছন চেয়ে থামি।
নানা আমায় আদর করে
দিলো রঙিন ছাতা
বৃষ্টি দিনের মিষ্টি ছড়া
লিখতে খুলি খাতা।
বৃষ্টি পড়ে ঝুমুর তালে
উঠোন ভরা পানি
সেই পানিতে দাঁড়িয়ে আছে
আমার প্রিয় নানি।
নানির চোখে ফাঁকি দিয়ে
আমিও কাদায় নামি
মায়ের ডাকে অমনি আমি
পেছন চেয়ে থামি।
নানা আমায় আদর করে
দিলো রঙিন ছাতা
বৃষ্টি দিনের মিষ্টি ছড়া
লিখতে খুলি খাতা।
৪ ঘন্টা আগে | পূর্ব-পশ্চিম
৩ ঘন্টা আগে | ফেসবুক কর্নার