কচুরি ফুল মাড়িয়ে
বকটা ছিল দাঁড়িয়ে।
মাছ পানি দেয় নাড়িয়ে
বকটা গলা বাড়িয়ে
দেখল পাড়ে অস্ত্র হাতে
শিকারি এক দাঁড়িয়ে
মনের কষ্টে বকটা গেল
উড়ে কোথায় হারিয়ে,
শাপলার বিল ছাড়িয়ে।
কচুরি ফুল মাড়িয়ে
বকটা ছিল দাঁড়িয়ে।
মাছ পানি দেয় নাড়িয়ে
বকটা গলা বাড়িয়ে
দেখল পাড়ে অস্ত্র হাতে
শিকারি এক দাঁড়িয়ে
মনের কষ্টে বকটা গেল
উড়ে কোথায় হারিয়ে,
শাপলার বিল ছাড়িয়ে।
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম