কানামাছি
খেলবি কে কে আয়,
সোনা ঝরা রোদ পড়েছে
শ্যামল সবুজ গাঁয়।
মাঠের পথে ছুটে ছুটে-
ঘাসের কোলে পড়বো লুটে।
খেলবো সবাই মজার খেলা,
ধিন ধিনা ধিন সারাবেলা।
কানামাছি কানামাছি
স্বপ্ন রঙিন পাখি,
খেলার ছলে উড়ে উড়ে
প্রজাপতি আঁকি।
কানামাছি
খেলবি কে কে আয়,
সোনা ঝরা রোদ পড়েছে
শ্যামল সবুজ গাঁয়।
মাঠের পথে ছুটে ছুটে-
ঘাসের কোলে পড়বো লুটে।
খেলবো সবাই মজার খেলা,
ধিন ধিনা ধিন সারাবেলা।
কানামাছি কানামাছি
স্বপ্ন রঙিন পাখি,
খেলার ছলে উড়ে উড়ে
প্রজাপতি আঁকি।