ইঁদুর ছানা করছে খেলা
মায়ের সাথে হেঁটে,
দুষ্টুমিটা করতে গিয়ে
গেলো হুলোর পেটে।
হুলো ছিলো ঘাপটি মেরে
একটু দূরে বসে,
সুযোগ বুঝে লম্ফ দিলো
ধরলো জোরে কষে।
ছানার মায়া ছেড়ে ইঁদুর
গর্তে ঢুকে সোজা,
ছানা খেয়ে ভরলো না পেট
করলো ইঁদুর খোঁজা।
ইঁদুর বেটা প্রাণের ভয়ে
আর কি বাইরে আসে?
হুলো বিড়াল মনের কষ্টে
চোখের জলে ভাসে।