নতুন পানির ঢল নেমেছে
নামছে নানাদিক
ডাহুক ডাকে বালিহাঁসও
পাপিয়া পিক পিক।
পানকৌড়ি ও মাছ রাঙারা
ধরছে নতুন মাছ
বিলের কাছে দাঁড়িয়ে আছে
কদম ফুলের গাছ।
ছুটছে তারা দূর কোথাও
সবুজ রঙের পাখি
বর্ষাকালের অতিথি পাখি
করছো ডাকাডাকি।
বর্ষা এলেই নতুন করে
ফোটে শাপলা ফুল
চতুর্দিকে থৈ থৈ করে
নদীর দুটি কূল।