শরতের আগমনে
হাসে সাদা কাশফুল,
বন্যার সাদা জলে
ভেসে যায় নদীকূল।
নীলাকাশে ঘুরেফিরে
সাদা মেঘ করে খেলা,
উঠোনের পাশে সাদা
শিউলীর বসে মেলা।
গাঢ় সবুজের বুকে
সাদা বেলি পায় সুখ,
ভালো লাগে শরতের
সাদায় মোড়ানো মুখ।
শরতের আগমনে
হাসে সাদা কাশফুল,
বন্যার সাদা জলে
ভেসে যায় নদীকূল।
নীলাকাশে ঘুরেফিরে
সাদা মেঘ করে খেলা,
উঠোনের পাশে সাদা
শিউলীর বসে মেলা।
গাঢ় সবুজের বুকে
সাদা বেলি পায় সুখ,
ভালো লাগে শরতের
সাদায় মোড়ানো মুখ।