কুকুর ডাকে ঘেউ ঘেউ করে
হুঙ্কার তুলে বাঘ,
সিংহ মামা গর্জে উঠে
হলে ভীষণ রাগ।
শিয়াল হাঁকে হুক্কাহুয়া
মুরগির মনে ভয়,
খোকায় শোনে চুপটি করে
মায়ের কোলে রয়।
শ্যাওড়া গাছে খেমটা নাচে
পেত্নি তুলে ঝাঁপ,
আজব কথা! কাউকে পেলে
নেই নাকি তার মাফ!
নাগ-নাগিনী ফোঁস ফোঁস করে
গভীর বনের মাঝ,
হরিণ করে তিড়িং বিড়িং
এটাই এদের কাজ।
দেখবি কে কে এসব খেলা?
আয় রে বনে যাই!
বনের পশু বনে খেলে
ভয়ের কিছু নাই।