আমন ধানের কচি পাতা
লাগে বিষম মায়া,
শরৎ সমীর ঢেউ তোলে
মেঘের পড়ে ছায়া।
চাষির বুকে খুশির দোলা
পুরবে এবার গোলা,
নিত্য এসে ক্ষেতে বসে
সরায় গাছের ময়লা।
গাছের নিচে মাছে খেলে
নড়ে চড়ে পানি,
শিকারিরা ফাঁদে ফেলে
জীবন করে হানি।
বৃষ্টি পড়লে গাছের শক্তি
তরতরিয়ে বাড়ে,
আশ্বিন মাসে পোয়াতি হয়
কার্তিকে ফুল ছাড়ে।
অঘ্রাণ এলে সোনালি ধান
হাসে মাঠে মাঠে,
কৃষক শ্রমিক মনের সুখে
কোমল রোদে কাটে।