কাঠবিড়ালী কাঠবিড়ালী
একটু ফিরে চাও,
এদিক ওদিক উঁকি মেরে
কি দেখো কি চাও?
কাঠবিড়ালী দুষ্টু তুমি
সুযোগ যদি পাও,
পরের গাছের পেয়ারা যে
খুবলে তুমি খাও।
গাছের ডালে থাকো তুমি
লম্বা বাঁকা লেজ,
দাবড় দিলে দাও দৌড়ানি
দেখাও তোমার তেজ।
কাঠবিড়ালী কাঠবিড়ালী
একটু ফিরে চাও,
এদিক ওদিক উঁকি মেরে
কি দেখো কি চাও?
কাঠবিড়ালী দুষ্টু তুমি
সুযোগ যদি পাও,
পরের গাছের পেয়ারা যে
খুবলে তুমি খাও।
গাছের ডালে থাকো তুমি
লম্বা বাঁকা লেজ,
দাবড় দিলে দাও দৌড়ানি
দেখাও তোমার তেজ।