ঊষার আলো পড়লে গায়ে
শিশির ভেজা ঘাসে,
চিকিমিকি মুক্তো ঝরা
শরৎ রানি হাসে।
নীল আকাশে সাদা সাদা
ভাসছে মেঘের ভেলা,
আমন ধানের ফুল ফুটেছে
ঘাসফড়িঙের খেলা।
হলুদ সাদা শিউলি ফোটে
শিশির ছোঁয়া পেলে,
ঝিলে বিলে শাপলা জাগে
পাপড়ি যখন মেলে।
নদীর চরে কাশ ফুলেরা
ছন্দে মাতে দোলে,
মৃদু বাতাস পরশ বুলায়
শরৎ আঁখি খোলে।