রাতে ফোটে সকালে ঝরায়
সন্ধ্যা পর্যন্ত দুঃখ গড়ায়,
শিউলি ফুলই কষ্টের কারণ
এই দুর্নাম বৃক্ষ পাড়ায়।
সুবাস ছড়ায় রাতের বেলা
দিনে খেলে সেই খেলা,
খারাপ করাতে মন গাছের
ইচ্ছে করে কষ্টে ফেলা!
রৌদ্র আসে গাছের পাতায়
ঢেকে নেয়া নকশি কাঁথায়,
উষ্ণতা দেয়া সরাতে বিষাদ
খুশি করান সুস্থ মাথায়।