২৭ জুন, ২০২২ ১৩:০৬

পদ্মা সেতুতে নেমে ছবি তোলা বন্ধ, কঠোর অবস্থানে কর্তৃপক্ষ

শরীয়তপুর প্রতিনিধি:

পদ্মা সেতুতে নেমে ছবি তোলা বন্ধ, কঠোর অবস্থানে কর্তৃপক্ষ

পদ্মা সেতুতে মোটরসাইকেল উঠা, ব্রিজে নেমে ছবি তোলার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৭জুন) ভোর থেকে সেতুতে কোনো মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পদ্মা সেতু এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

পদ্মা সেতু কর্তপক্ষ মাইকে একটু পর পর জানিয়ে দিচ্ছেন- পদ্মা সেতুতে যাত্রা পথে নামা, ছবি তোলা, ব্রিজে কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও প্রশাসনের মোবাইল কোর্ট অব্যহত রয়েছে। 

গতকাল পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে রাতে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সেতু বিভাগ। 

এর আগে রবিবার (২৬ জুন) রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। দুজন মারাত্মক আহত হয়, পরে ওই রাতেই দুজন মারা যায়। 

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহেল বলেন, সকাল থেকেই আমাদের মোবাইল টিম অব্যহত রয়েছে। কাউকে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। কেউ আসলে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর