রাজধানী থেকে হারিয়ে যাচ্ছে আবাসিক এলাকা। রাজউকের নেতৃত্বে পরিকল্পিতভাবে ঢাকাকে গড়ে তুলতে যেসব আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছিল তার সব কটিই এখন পুরো দস্তুর বাণিজ্যিক এলাকার চেহারা ধারণ করেছে। ধানমন্ডি, গুলশান, বানানী, উত্তরা, বারিধারা সর্বত্রই বিরাজ করছে অভিন্ন চিত্র। আশার কথা দেরিতে হলেও এ বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এ ব্যাপারে সক্রিয় হয়ে উঠেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ইতিমধ্যে মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন আবাসিক এলাকার এক হাজার ৬২৫টি অবৈধ স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে। তালিকা তৈরির কাজকে চলমান প্রক্রিয়া বলে অভিহিত করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন এ সংখ্যা আরও বাড়বে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আবাসিক এলাকার আসল চেহারা ফিরিয়ে আনার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি। মন্ত্রীর দেওয়া তথ্য মতে, প্রণয়নকৃত তালিকার এক হাজার ৬২৫টি অবৈধ স্থাপনার মধ্যে উত্তরায় ২১৫টি, মিরপুরে ৫৮০টি, গুলশান-বারিধারায় ৫৫২টি, ধানমন্ডি-লালবাগ এলাকায় ১৭৩টি এবং মতিঝিল-খিলগাঁওয়ের ১০৫টি স্থাপনা রয়েছে। এসব স্থাপনার মালিক রাজউকের লিজশর্ত ভঙ্গ করে আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় পরিবেশ নষ্ট হচ্ছে। স্মর্তব্য, জঙ্গি হামলার শিকার গুলশানের হলি আর্টিজান বেকারি অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। নার্সিং হোম করার জন্য ১৯৭৯ সালে এই প্লটটি বরাদ্দ দেওয়া হয়। ১৯৮২ সালে নার্সিং হোমের নির্মাণকাজ শুরুও হয়। নার্সিং হোমের নামে বরাদ্দ করা প্লটের একটি অংশে হলি আর্টিজান বেকারি গড়ে তোলা হয়। অথচ রেস্টুরেন্ট বা বেকারির জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আবাসিক এলাকা থেকে অননুমোদিত প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান চালানোর পাশাপাশি তালিকাভুক্ত স্থাপনার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ অননুমোদিত স্থাপনা উচ্ছেদের উদ্যোগ প্রশংসার দাবিদার। দেশের রাজধানীকে পরিকল্পিতভাবে সাজানোর স্বার্থে এ ব্যাপারে সরকারকে আরও সক্রিয় হতে হবে। রাজধানী ঢাকাকে বসবাসের অযোগ্য অবস্থা থেকে উদ্ধার করতে হলে সর্বক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠায় মনোযোগী হতে হবে। এ ব্যাপারে রাজউক যাতে কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন না থাকে সে বিষয়টিও নিশ্চিত করা দরকার।
শিরোনাম
- সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন মাদকবিরোধী অভিযানের সমালোচনায় ম্যাঁখাে
- বগুড়ায় জমজমাট নির্বাচনি প্রচারণা
- ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, শত্রুর প্রতি সতর্কবার্তা
- মাত্র দুই দিনেই ম্লান হলো ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা!
- সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
- ফের বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন মেসি!
- গ্রামীণফোনকে হারিয়ে টানা তৃতীয় জয় বসুন্ধরা স্ট্রাইকসের
- করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং চালু করল পাকিস্তান ও বাংলাদেশ
- সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
অবৈধ স্থাপনা উচ্ছেদ
আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষা পাক
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর