প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারের শপথ নেওয়ার মাধ্যমে দ্বাদশ নির্বাচন কমিশন গত বুধবার থেকে তাদের যাত্রা শুরু করেছে। শপথ নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা কারও দ্বারা প্রভাবিত না হয়ে আপসহীন, অটল ও নিরপেক্ষ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। দায়িত্ব পালনে তিনি সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম, মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের সব নাগরিকের সহযোগিতা কামনা করেছেন। দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দায়বদ্ধ ভূমিকার গুরুত্ব অনিস্বীকার্য। স্বভাবতই দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কারও দ্বারা প্রভাবিত না হওয়ার প্রশ্নে আপসহীন এবং নিরপেক্ষ থাকার যে অঙ্গীকার করেছেন তা দেশবাসীর কাছেও কাঙ্ক্ষিত বিষয়। আমরা আশা করব নতুন নির্বাচন কমিশন কথা নয়, কাজের মাধ্যমে তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাবে এবং সবার আস্থা অর্জনে সক্ষমতার পরিচয় দেবে। দেশে বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থাকে অর্থবহ করে তুলতে নবগঠিত নির্বাচন কমিশনের আওতায় অনুষ্ঠিতব্য সব নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে— আমরা এমনটিই দেখতে চাই। নির্বাচনের ফলাফলে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতে করণীয় কর্তব্য পালনে কমিশন সক্ষম হবে এমনটিও প্রত্যাশিত। আমাদের বিশ্বাস, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর একাংশ ও নাগরিক সমাজের মধ্যে অপ্রাপ্তি ও অস্বস্তি থাকলেও কাজের মাধ্যমে তারা সে সংশয় দূর করার উদ্যোগ নেবেন। একাদশ সংসদ নির্বাচনের সীমাবদ্ধতা দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে যে সংশয় সৃষ্টি করেছে, তা কাটিয়ে উঠতে নতুন নির্বাচন কমিশনকে তত্পর হতে হবে। দ্বাদশ সংসদ নির্বাচনসহ এ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিতব্য সব নির্বাচন যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় তা নিশ্চিত করা তথা সব রাজনৈতিক দল ও দেশবাসীর আস্থা অর্জনকে তারা চ্যালেঞ্জ হিসেবে নেবেন আমরা এমনটিই দেখতে চাই। বিগত নির্বাচন কমিশনের যেসব ব্যর্থতা তাদের সুনামের জন্য অন্তরায় সৃষ্টি করেছে তা এড়াতে নতুন কমিশনকে তত্পর হতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও সরকারের ভূমিকা আরও বেশি তাত্পর্যপূর্ণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রতি সরকারের সহযোগিতা থাকবে আমরা সে আশাই করতে চাই। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ সহযোগিতার প্রয়োজন অপরিহার্য।
শিরোনাম
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম