প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারের শপথ নেওয়ার মাধ্যমে দ্বাদশ নির্বাচন কমিশন গত বুধবার থেকে তাদের যাত্রা শুরু করেছে। শপথ নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা কারও দ্বারা প্রভাবিত না হয়ে আপসহীন, অটল ও নিরপেক্ষ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। দায়িত্ব পালনে তিনি সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম, মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের সব নাগরিকের সহযোগিতা কামনা করেছেন। দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দায়বদ্ধ ভূমিকার গুরুত্ব অনিস্বীকার্য। স্বভাবতই দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কারও দ্বারা প্রভাবিত না হওয়ার প্রশ্নে আপসহীন এবং নিরপেক্ষ থাকার যে অঙ্গীকার করেছেন তা দেশবাসীর কাছেও কাঙ্ক্ষিত বিষয়। আমরা আশা করব নতুন নির্বাচন কমিশন কথা নয়, কাজের মাধ্যমে তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাবে এবং সবার আস্থা অর্জনে সক্ষমতার পরিচয় দেবে। দেশে বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থাকে অর্থবহ করে তুলতে নবগঠিত নির্বাচন কমিশনের আওতায় অনুষ্ঠিতব্য সব নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে— আমরা এমনটিই দেখতে চাই। নির্বাচনের ফলাফলে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতে করণীয় কর্তব্য পালনে কমিশন সক্ষম হবে এমনটিও প্রত্যাশিত। আমাদের বিশ্বাস, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর একাংশ ও নাগরিক সমাজের মধ্যে অপ্রাপ্তি ও অস্বস্তি থাকলেও কাজের মাধ্যমে তারা সে সংশয় দূর করার উদ্যোগ নেবেন। একাদশ সংসদ নির্বাচনের সীমাবদ্ধতা দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে যে সংশয় সৃষ্টি করেছে, তা কাটিয়ে উঠতে নতুন নির্বাচন কমিশনকে তত্পর হতে হবে। দ্বাদশ সংসদ নির্বাচনসহ এ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিতব্য সব নির্বাচন যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় তা নিশ্চিত করা তথা সব রাজনৈতিক দল ও দেশবাসীর আস্থা অর্জনকে তারা চ্যালেঞ্জ হিসেবে নেবেন আমরা এমনটিই দেখতে চাই। বিগত নির্বাচন কমিশনের যেসব ব্যর্থতা তাদের সুনামের জন্য অন্তরায় সৃষ্টি করেছে তা এড়াতে নতুন কমিশনকে তত্পর হতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও সরকারের ভূমিকা আরও বেশি তাত্পর্যপূর্ণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রতি সরকারের সহযোগিতা থাকবে আমরা সে আশাই করতে চাই। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ সহযোগিতার প্রয়োজন অপরিহার্য।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ