ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস থেকে বাংলাদেশ এবার ফিরছে কোনো পদক ছাড়াই। ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ নিঃসন্দেহে পিছিয়ে পড়া দেশ। এক বা দুই লাখ জনসংখ্যার অনেক দেশ যেখানে অলিম্পিক বা বড়মাপের ক্রীড়া প্রতিযোগিতায় সোনার পদক বয়ে আনছে, বাংলাদেশের কাছে তা এখনো দিবাস্বপ্নের মতো। এশিয়ান গেমসে বাংলাদেশ অংশগ্রহণ করছে ১৯৭৮ সাল থেকে। প্রথম দুই আসরে শূন্য হাতে ফিরলেও ১৯৮৬ সাল থেকে প্রতিটি এশিয়ান গেমসে কোনো না কোনো পদক পেয়েছে বাংলাদেশ। ১৯৮৬ সালে সিউল গেমসে লাইট হেভিওয়েটে তামা জিতেছিলেন মোশাররফ হোসেন। তার দেখানো পথ ধরে একে একে আরও ১১টি পদক জিতে বাংলাদেশ। এর মধ্যে ২০১০ সালে ক্রিকেটে সোনা জয়ের ঘটনাটিও রয়েছে। এশিয়ান গেমসে অর্জিত পদকগুলোর বেশিরভাগই এসেছে কাবাডি থেকে। এই ইভেন্টে ৭টি পদক জিতেছে বাংলাদেশের ছেলে ও মেয়েরা। ক্রিকেট থেকে পদক এসেছে চারটি। ১৯৮৬ সাল থেকে ২০০৬ পর্যন্ত প্রতি গেমসেই একটি করে পদক জিতেছে বাংলাদেশ। ২০১০ ও ২০১৪ সালে তিনটি করে পদক জিতেছে লাল সবুজের পতাকাবাহীরা। পদক জয়ের এই ধারাবাহিকতা এ বছর ধরে রাখতে পারেনি বাংলাদেশের প্রতিযোগীরা। এবার ১৪টি ইভেন্টে ১১৭ জন অ্যাথলেট নিয়েও শূন্য হাতে ফিরতে হলো বাংলাদেশকে। এবারের এশিয়ান গেমসে ৪৫টি দেশের ১১ হাজার ৭২০ অ্যাথলেট অংশ নিয়েছে ৪০টি ডিসিপিস্ননের ৪৬৫টি ইভেন্টে। ৪৫টি দেশের মধ্যে ৩৭টি দেশই কোনো না কোনো ইভেন্টে পদক জয় করেছে। শূন্য হাতে যে আটটি দেশ এশিয়ান গেমস থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিতেও তারা ব্যর্থতার লজ্জায় মুখ ঢেকেছে। ২০১৪ সাল থেকে এশিয়ান গেমসে ঠাঁই পায়নি ক্রিকেট। এক্ষেত্রে পদক পাওয়ার যে সম্ভাবনা ছিল তা আমরা হারিয়েছি এ ইভেন্টটি না থাকার কারণে। দেশ যখন সব দিকে এগিয়ে যাচ্ছে তখন ক্রীড়া ক্ষেত্রে পশ্চাৎপদ অবস্থা দুর্ভাগ্যজনক। বিশেষত জাতীয় খেলা কাবাডিতে শূন্য হাতে ফেরা মেনে নেওয়া কঠিন। গ্রাম বাংলায় কাবাডি এখনো জনপ্রিয়। শহরেও এটি জনপ্রিয় করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে যাতে এশিয়ান গেমস থেকে লজ্জা নিয়ে ফিরতে না হয় তা নিশ্চিত করতে কাবাডিসহ যেসব ইভেন্টে দেশের সম্ভাবনা রয়েছে সেগুলোতে এগিয়ে যাওয়ার উদ্যোগ নিতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ