পিছিয়ে পড়া ময়মনসিংহ এলাকার শনির দশা কিছুতেই কাটছে না। ময়মনসিংহকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করা হয় চার বছর আগে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে অষ্টম প্রশাসনিক বিভাগ ময়মনসিংহের আয়তন ১০ হাজার ৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৫৮৩ জন। কিন্তু ময়মনসিংহ এখন পর্যন্ত নামেই বিভাগ। বিভাগ প্রতিষ্ঠার চার বছর কেটে গেলেও এ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি বিভাগীয় পর্যায়ের ২৬টি গুরুত্বপূর্ণ অফিস। ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশের মতো অতিদরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাও এখনো সম্ভব হয়নি। গত এক বছরে দুদক, এলজিইডি, গণপূর্ত অধিদফতর, উপভূমি সংস্কার কমিশনার, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কারা অধিদফতর, বিআরটিসি ডিপোর ম্যানেজার অপারেশন, শ্রম অধিদফতরের যুগ্মপরিচালক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএসটিআইসহ ১২টি অফিসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা যোগদান করেছেন এবং ওই অফিসগুলোয় বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। তবে গুরুত্বপূর্ণ ২৬টি মন্ত্রণালয় ও অধিদফতরের গুরুত্বপূর্ণ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তার পদ সৃজন, পূরণসহ অফিস চালু হয়নি। ফলে উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে মনিটরিং জোরদার এবং সরকারি সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। ময়মনসিংহে বিভাগ প্রতিষ্ঠা উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া এই এলাকাকে দ্রুত এগিয়ে যেতে সহায়তা করবে এমনটিই আশা করে বিভাগবাসী। এ প্রত্যাশা পূরণে বিভাগীয় পর্যায়ে যেসব প্রশাসনিক দফতর প্রতিষ্ঠা দরকার সেগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিতে হবে। ময়মনসিংহের উন্নয়নে বাড়তি নজর দেওয়ার বিষয়টিও প্রাসঙ্গিকতার দাবিদার। বিভাগীয় সদর দফতরকে কেন্দ্র করে ময়মনসিংহে শিল্প স্থাপন হলে তাতে একদিকে যেমন রাজধানীর ওপর কর্মপ্রত্যাশী মানুষের জনস্রোত হ্রাস পাবে তেমন এলাকার উন্নয়ন নিশ্চিত হবে। এ লক্ষ্য সামনে রেখে ময়মনসিংহকে পূর্ণাঙ্গ বিভাগীয় অবয়বে সাজানোর বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। বিভাগ স্থাপনের সুফল এলাকাবাসী যাতে দ্রুত পায় তা নিশ্চিত করাও সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া দরকার।
শিরোনাম
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা