পিছিয়ে পড়া ময়মনসিংহ এলাকার শনির দশা কিছুতেই কাটছে না। ময়মনসিংহকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করা হয় চার বছর আগে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে অষ্টম প্রশাসনিক বিভাগ ময়মনসিংহের আয়তন ১০ হাজার ৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৫৮৩ জন। কিন্তু ময়মনসিংহ এখন পর্যন্ত নামেই বিভাগ। বিভাগ প্রতিষ্ঠার চার বছর কেটে গেলেও এ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি বিভাগীয় পর্যায়ের ২৬টি গুরুত্বপূর্ণ অফিস। ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশের মতো অতিদরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাও এখনো সম্ভব হয়নি। গত এক বছরে দুদক, এলজিইডি, গণপূর্ত অধিদফতর, উপভূমি সংস্কার কমিশনার, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কারা অধিদফতর, বিআরটিসি ডিপোর ম্যানেজার অপারেশন, শ্রম অধিদফতরের যুগ্মপরিচালক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএসটিআইসহ ১২টি অফিসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা যোগদান করেছেন এবং ওই অফিসগুলোয় বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। তবে গুরুত্বপূর্ণ ২৬টি মন্ত্রণালয় ও অধিদফতরের গুরুত্বপূর্ণ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তার পদ সৃজন, পূরণসহ অফিস চালু হয়নি। ফলে উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে মনিটরিং জোরদার এবং সরকারি সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। ময়মনসিংহে বিভাগ প্রতিষ্ঠা উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া এই এলাকাকে দ্রুত এগিয়ে যেতে সহায়তা করবে এমনটিই আশা করে বিভাগবাসী। এ প্রত্যাশা পূরণে বিভাগীয় পর্যায়ে যেসব প্রশাসনিক দফতর প্রতিষ্ঠা দরকার সেগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিতে হবে। ময়মনসিংহের উন্নয়নে বাড়তি নজর দেওয়ার বিষয়টিও প্রাসঙ্গিকতার দাবিদার। বিভাগীয় সদর দফতরকে কেন্দ্র করে ময়মনসিংহে শিল্প স্থাপন হলে তাতে একদিকে যেমন রাজধানীর ওপর কর্মপ্রত্যাশী মানুষের জনস্রোত হ্রাস পাবে তেমন এলাকার উন্নয়ন নিশ্চিত হবে। এ লক্ষ্য সামনে রেখে ময়মনসিংহকে পূর্ণাঙ্গ বিভাগীয় অবয়বে সাজানোর বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। বিভাগ স্থাপনের সুফল এলাকাবাসী যাতে দ্রুত পায় তা নিশ্চিত করাও সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া দরকার।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
ময়মনসিংহ বিভাগ
প্রতিষ্ঠার চার বছর পরও অসম্পূর্ণতা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর