পিছিয়ে পড়া ময়মনসিংহ এলাকার শনির দশা কিছুতেই কাটছে না। ময়মনসিংহকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করা হয় চার বছর আগে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে অষ্টম প্রশাসনিক বিভাগ ময়মনসিংহের আয়তন ১০ হাজার ৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৫৮৩ জন। কিন্তু ময়মনসিংহ এখন পর্যন্ত নামেই বিভাগ। বিভাগ প্রতিষ্ঠার চার বছর কেটে গেলেও এ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি বিভাগীয় পর্যায়ের ২৬টি গুরুত্বপূর্ণ অফিস। ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশের মতো অতিদরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাও এখনো সম্ভব হয়নি। গত এক বছরে দুদক, এলজিইডি, গণপূর্ত অধিদফতর, উপভূমি সংস্কার কমিশনার, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কারা অধিদফতর, বিআরটিসি ডিপোর ম্যানেজার অপারেশন, শ্রম অধিদফতরের যুগ্মপরিচালক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএসটিআইসহ ১২টি অফিসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা যোগদান করেছেন এবং ওই অফিসগুলোয় বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। তবে গুরুত্বপূর্ণ ২৬টি মন্ত্রণালয় ও অধিদফতরের গুরুত্বপূর্ণ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তার পদ সৃজন, পূরণসহ অফিস চালু হয়নি। ফলে উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে মনিটরিং জোরদার এবং সরকারি সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। ময়মনসিংহে বিভাগ প্রতিষ্ঠা উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া এই এলাকাকে দ্রুত এগিয়ে যেতে সহায়তা করবে এমনটিই আশা করে বিভাগবাসী। এ প্রত্যাশা পূরণে বিভাগীয় পর্যায়ে যেসব প্রশাসনিক দফতর প্রতিষ্ঠা দরকার সেগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিতে হবে। ময়মনসিংহের উন্নয়নে বাড়তি নজর দেওয়ার বিষয়টিও প্রাসঙ্গিকতার দাবিদার। বিভাগীয় সদর দফতরকে কেন্দ্র করে ময়মনসিংহে শিল্প স্থাপন হলে তাতে একদিকে যেমন রাজধানীর ওপর কর্মপ্রত্যাশী মানুষের জনস্রোত হ্রাস পাবে তেমন এলাকার উন্নয়ন নিশ্চিত হবে। এ লক্ষ্য সামনে রেখে ময়মনসিংহকে পূর্ণাঙ্গ বিভাগীয় অবয়বে সাজানোর বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। বিভাগ স্থাপনের সুফল এলাকাবাসী যাতে দ্রুত পায় তা নিশ্চিত করাও সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া দরকার।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ময়মনসিংহ বিভাগ
প্রতিষ্ঠার চার বছর পরও অসম্পূর্ণতা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর