ক্যাসিনো ব্রাদার্স নামে কুখ্যাতি অর্জনকারী এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার সম্পদের যেন অভাব নেই। র্যাব সদস্যরা লুটেরা চক্রের এই দুই সদস্যের আরও একটি গোপন আস্তানা এবং সেখান থেকে পাঁচটি সিন্দুক উদ্ধার করেছে। পুরান ঢাকার লালমোহন স্ট্রিটের মমতাজ ভিলায় গোপন আস্তানার সিন্দুক থেকে র্যাব নগদ ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা ছাড়াও সোয়া ৫ কোটি টাকার এফডিআরের বই, ১ কেজি সোনা, ৯ হাজার ২০০ ইউএস ডলার, ১৭৪ মালয়েশিয়ান রিঙ্গিত, ৩৫০ ভারতীয় রুপি, ১ হাজার ৫৯৫ চায়নিজ ইউয়ান, ১১ হাজার ৫৬০ থাই বাথ ও ১০০ দিরহাম জব্দ করেছে। ১৩ জানুয়ারি এ দুই সহোদরের গ্রেফতারের পর তাদের দফায় দফায় সিআইডি এবং দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। এবার আবারও পাওয়া গেল ক্যাসিনো ব্রাদার্সের গুপ্তধনের সন্ধান। র্যাব কর্মকর্তারা বলেছেন, তারা ক্যাসিনোকান্ড নিয়ে তদন্ত অব্যাহত রেখেছেন। শিগগিরই হয়তো ক্যাসিনো ব্রাদার্সের আরও গুপ্তধনের সন্ধান পাবেন। সোমবার রাত সাড়ে ১২টায় নারিন্দা বাজারের পাশে লালমোহন সাহা স্ট্রিটের ওই বাড়িতে অভিযান শুরু করে র্যাব। স্মর্তব্য, গত বছর ২৪ সেপ্টেম্বর এনামুল ও রূপনের সূত্রাপুরের মুরগিটোলা মোড়ের বাসায় অভিযান চালায় র্যাব। ওই অভিযানে এনু-রূপন ও তাদের দুই সহযোগীর বাসা থেকে পাঁচটি সিন্দুকভর্তি ৫ কোটির বেশি টাকা, ৮ কেজি সোনা ও ছয়টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। ক্যাসিনো সম্রাট হিসেবে কুখ্যাতি অর্জনকারী বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিল এনু ও রূপন। নিজেদের অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যেতে তারা যুবলীগের সাইনবোর্ড ব্যবহার করত অবলীলাক্রমে। এই অপরাধী চক্রের কারণে যুবলীগ শুধু নয়, সরকারের সুনামও জিম্মি হয়ে পড়ে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী ক্যাসিনো চক্রের বিরুদ্ধে কঠোর আঘাত হানার নির্দেশ দেন। অপরাধী চক্রের একের পর এক সদস্য গ্রেফতার এবং ধন-সম্পদ জব্দ করার প্রক্রিয়া শুরু হয়। মাঝে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা কিছুটা নীরব থাকলেও অপরাধী চক্রের আরও এক আস্তানায় তাদের অভিযান প্রমাণ করেছে সরকার তাদের জিরো টলারেন্স নীতিতে অটুটই আছে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
ক্যাসিনো ব্রাদার্সের সম্পদের খনি
অপরাধীরা যেন পার না পায়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর