ক্যাসিনো ব্রাদার্স নামে কুখ্যাতি অর্জনকারী এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার সম্পদের যেন অভাব নেই। র্যাব সদস্যরা লুটেরা চক্রের এই দুই সদস্যের আরও একটি গোপন আস্তানা এবং সেখান থেকে পাঁচটি সিন্দুক উদ্ধার করেছে। পুরান ঢাকার লালমোহন স্ট্রিটের মমতাজ ভিলায় গোপন আস্তানার সিন্দুক থেকে র্যাব নগদ ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা ছাড়াও সোয়া ৫ কোটি টাকার এফডিআরের বই, ১ কেজি সোনা, ৯ হাজার ২০০ ইউএস ডলার, ১৭৪ মালয়েশিয়ান রিঙ্গিত, ৩৫০ ভারতীয় রুপি, ১ হাজার ৫৯৫ চায়নিজ ইউয়ান, ১১ হাজার ৫৬০ থাই বাথ ও ১০০ দিরহাম জব্দ করেছে। ১৩ জানুয়ারি এ দুই সহোদরের গ্রেফতারের পর তাদের দফায় দফায় সিআইডি এবং দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। এবার আবারও পাওয়া গেল ক্যাসিনো ব্রাদার্সের গুপ্তধনের সন্ধান। র্যাব কর্মকর্তারা বলেছেন, তারা ক্যাসিনোকান্ড নিয়ে তদন্ত অব্যাহত রেখেছেন। শিগগিরই হয়তো ক্যাসিনো ব্রাদার্সের আরও গুপ্তধনের সন্ধান পাবেন। সোমবার রাত সাড়ে ১২টায় নারিন্দা বাজারের পাশে লালমোহন সাহা স্ট্রিটের ওই বাড়িতে অভিযান শুরু করে র্যাব। স্মর্তব্য, গত বছর ২৪ সেপ্টেম্বর এনামুল ও রূপনের সূত্রাপুরের মুরগিটোলা মোড়ের বাসায় অভিযান চালায় র্যাব। ওই অভিযানে এনু-রূপন ও তাদের দুই সহযোগীর বাসা থেকে পাঁচটি সিন্দুকভর্তি ৫ কোটির বেশি টাকা, ৮ কেজি সোনা ও ছয়টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। ক্যাসিনো সম্রাট হিসেবে কুখ্যাতি অর্জনকারী বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিল এনু ও রূপন। নিজেদের অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যেতে তারা যুবলীগের সাইনবোর্ড ব্যবহার করত অবলীলাক্রমে। এই অপরাধী চক্রের কারণে যুবলীগ শুধু নয়, সরকারের সুনামও জিম্মি হয়ে পড়ে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী ক্যাসিনো চক্রের বিরুদ্ধে কঠোর আঘাত হানার নির্দেশ দেন। অপরাধী চক্রের একের পর এক সদস্য গ্রেফতার এবং ধন-সম্পদ জব্দ করার প্রক্রিয়া শুরু হয়। মাঝে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা কিছুটা নীরব থাকলেও অপরাধী চক্রের আরও এক আস্তানায় তাদের অভিযান প্রমাণ করেছে সরকার তাদের জিরো টলারেন্স নীতিতে অটুটই আছে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
ক্যাসিনো ব্রাদার্সের সম্পদের খনি
অপরাধীরা যেন পার না পায়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর