করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ৬ মে বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি থাকায় কার্যত ৬ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির সময় ওষুধ ও রপ্তানিমুখী শিল্পের কারখানা শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার শর্তে চালু রাখার সুযোগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ছুটির প্রজ্ঞাপনে শিল্পকারখানা খোলার বিষয়ে যে ছাড় দেওয়া হয়েছে তা সুবিবেচনাপ্রসূত ও অভিনন্দনযোগ্য। স্মর্তব্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সারা দেশে সরকার-ঘোষিত সাধারণ ছুটি চলছে। প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। এরপর আরও তিন দফায় এ ছুটির মেয়াদ বাড়ানো হয় ২৬ এপ্রিল পর্যন্ত। সর্বশেষ বৃহস্পতিবার পঞ্চম দফায় আরও ১০ দিন সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। এবারের ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্পকারখানা, কৃষিসহ উৎপাদন ও সরবরাহব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো এবং পরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। এর আগে সোমবার জেলা প্রশাসকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী রোজার মাসের মধ্যে সীমিত আকারে গার্মেন্টসহ কিছু শিল্পকারখানা চালুর আভাস দেন। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের তিন দিনের মাথায় সীমিত আকারে ও শর্তসাপেক্ষে ওষুধ ও রপ্তানিমুখী শিল্পকারখানা চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনাভাইরাস রোধে সঙ্গনিরোধ বা সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বিকল্প নেই। তবে দেশের উৎপাদনব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, সাধারণ মানুষের জীবিকার পথ যাতে রুদ্ধ না হয় সেদিকেও নজর রাখা জরুরি। গত এক দশকে বাংলাদেশ দরিদ্র থেকে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। করোনার অভিশাপ শুরু হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ বিশ্বের শীর্ষ পর্যায়ের জিডিপি প্রবৃদ্ধির দেশ হিসেবে দুনিয়াজুড়ে নন্দিত হয়েছে। কিন্তু এক মাসের সাধারণ ছুটিকালে দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে তার পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। উৎপাদনব্যবস্থা দ্রুত শুরু করা না গেলে দরিদ্রতা করোনাভাইরাসের চেয়েও বড় অভিশাপ হয়ে নেমে আসবে। এ প্রেক্ষাপটে ওষুধ ও রপ্তানিমুখী শিল্প শর্ত মেনে চালু রাখার সিদ্ধান্ত খুবই যৌক্তিক। আমরা আশা করব, অন্যান্য দেশের অনুকরণে কীভাবে করোনা মোকাবিলার পাশাপাশি অর্থনীতি পূর্ণাঙ্গভাবে সচল রাখার কৌশল অবলম্বন করা যায় সেদিকেও নজর দেওয়া হবে।
শিরোনাম
- আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
- স্বৈরাচারী শাসনের অন্ধকারে ফিরতে চাই না: ব্রাহ্মণবাড়িয়ায় রিজভী
- চীনে বসেই ইউক্রেনকে নতুন হুমকি পুতিনের
- হবিগঞ্জে রেলওয়ে পুলিশের চার সদস্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা
- ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট ভবনের সামনে ফের বিক্ষোভ শিক্ষার্থীদের
- চাঁপাইনবাবগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
- যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক
- নির্বাচনে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না : ইসি মাছউদ
- আফগানিস্তানে ১০৫ টন মানবিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান
- এবার আর দিনের ভোট রাতে হবে না : জয়নুল আবদিন ফারুক
- গঙ্গা চুক্তি নিয়ে দিল্লিতে বৈঠক ৯ সেপ্টেম্বর
- লালমনিরহাটে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
- যারা নির্বাচনে আসতে চায় না তারা হাসিনার সুরেই কথা বলছে : আমীর খসরু
- ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেটের সব কপাট খুলে দেওয়ার দাবি
- জাপানে পড়া পরমাণু বোমার চেয়ে ২০০ গুণ শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল চীন
- কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, আহত ১
- গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
- প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি
- ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই : দুদু
- আওয়ামী লীগ আমলের মামলা থেকে মুক্ত প্রায় ৪৮ হাজার শ্রমিক