ফুটবলের জাদুকর সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা চলে গেলেন না-ফেরার দেশে। ফুটবলের এ কিংবদন্তি আর্জেন্টিনার ছোট শহর তিগ্রেতে হৃদরোগে আক্রান্ত হন কিছুদিন আগে। সুচিকিৎসার জন্য তাঁকে পাঠানো হয় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের এক হাসপাতালে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করে জমে থাকা রক্ত অপসারণ করা হয়। এর আট দিন পর হাসপাতাল ছেড়ে ফিরে আসেন নিজ বাড়িতে এবং আকস্মিকভাবে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে যান জীবনের পরপারে। ফুটবলের সর্বকালের সবচেয়ে উজ্জ্বল তারকার একজন দিয়াগো ম্যারাডোনার জন্ম ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার লানুস শহরে। সেখানেই মারা গেলেন তিনি। ম্যারাডোনা ১৯৭৭ সালে আর্জেন্টিনা জাতীয় দলে সুযোগ পান। কিন্তু বয়স কম হওয়ায় ’৭৮ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পাননি। ড্যানিয়েল পাসারেলার নেতৃত্বে সেবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ’৭৮ সালে সুযোগ না পেলেও ম্যারাডোনা আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে ১৯৮২, ’৮৬, ’৯০ ও ’৯৪ সালে চারটি বিশ্বকাপ খেলেন। ’৮২ সালে স্পেন বিশ্বকাপে অংশ নিয়ে ২২ বছর বয়সেই নিজের দিকে সবার দৃষ্টি ফেরাতে সক্ষম হন। তবে গ্রুপ পর্ব টপকাতে পারেনি আর্জেন্টিনা। ’৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে লাভ করেন তিনি অমরত্বের তকমা। তাঁর ফুটবল জাদুতে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে। শুধু বিশ্বচ্যাম্পিয়নই নয়, ৫টি গোল করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ২টি গোল তাঁকে ইতিহাসের সোনালি পাতায় আলাদা স্থান দিয়েছে। যার ১টি গোল ছিল বিতর্কিত। ’৮০ সালের পর থেকে ম্যারাডোনাকে সর্বকালের সেরা ফুটবলার বলে মূল্যায়ন করা হয়। তাঁর আগে এ রাজকীয় স্থানে ছিলেন ব্রাজিলের কালো মানিক পেলে। বাংলাদেশেও ম্যারাডোনার সমর্থকের সংখ্যা কয়েক কোটির ঘরে। ফুটবলের কিংবদন্তিকে আমাদের শেষ অভিবাদন।
শিরোনাম
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বিদায় ম্যারাডোনা
সর্বকালের সেরা ফুটবলারের প্রতি শ্রদ্ধা
প্রিন্ট ভার্সন
