ফুটবলের জাদুকর সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা চলে গেলেন না-ফেরার দেশে। ফুটবলের এ কিংবদন্তি আর্জেন্টিনার ছোট শহর তিগ্রেতে হৃদরোগে আক্রান্ত হন কিছুদিন আগে। সুচিকিৎসার জন্য তাঁকে পাঠানো হয় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের এক হাসপাতালে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করে জমে থাকা রক্ত অপসারণ করা হয়। এর আট দিন পর হাসপাতাল ছেড়ে ফিরে আসেন নিজ বাড়িতে এবং আকস্মিকভাবে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে যান জীবনের পরপারে। ফুটবলের সর্বকালের সবচেয়ে উজ্জ্বল তারকার একজন দিয়াগো ম্যারাডোনার জন্ম ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার লানুস শহরে। সেখানেই মারা গেলেন তিনি। ম্যারাডোনা ১৯৭৭ সালে আর্জেন্টিনা জাতীয় দলে সুযোগ পান। কিন্তু বয়স কম হওয়ায় ’৭৮ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পাননি। ড্যানিয়েল পাসারেলার নেতৃত্বে সেবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ’৭৮ সালে সুযোগ না পেলেও ম্যারাডোনা আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে ১৯৮২, ’৮৬, ’৯০ ও ’৯৪ সালে চারটি বিশ্বকাপ খেলেন। ’৮২ সালে স্পেন বিশ্বকাপে অংশ নিয়ে ২২ বছর বয়সেই নিজের দিকে সবার দৃষ্টি ফেরাতে সক্ষম হন। তবে গ্রুপ পর্ব টপকাতে পারেনি আর্জেন্টিনা। ’৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে লাভ করেন তিনি অমরত্বের তকমা। তাঁর ফুটবল জাদুতে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে। শুধু বিশ্বচ্যাম্পিয়নই নয়, ৫টি গোল করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ২টি গোল তাঁকে ইতিহাসের সোনালি পাতায় আলাদা স্থান দিয়েছে। যার ১টি গোল ছিল বিতর্কিত। ’৮০ সালের পর থেকে ম্যারাডোনাকে সর্বকালের সেরা ফুটবলার বলে মূল্যায়ন করা হয়। তাঁর আগে এ রাজকীয় স্থানে ছিলেন ব্রাজিলের কালো মানিক পেলে। বাংলাদেশেও ম্যারাডোনার সমর্থকের সংখ্যা কয়েক কোটির ঘরে। ফুটবলের কিংবদন্তিকে আমাদের শেষ অভিবাদন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল