ফুটবলের জাদুকর সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা চলে গেলেন না-ফেরার দেশে। ফুটবলের এ কিংবদন্তি আর্জেন্টিনার ছোট শহর তিগ্রেতে হৃদরোগে আক্রান্ত হন কিছুদিন আগে। সুচিকিৎসার জন্য তাঁকে পাঠানো হয় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের এক হাসপাতালে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করে জমে থাকা রক্ত অপসারণ করা হয়। এর আট দিন পর হাসপাতাল ছেড়ে ফিরে আসেন নিজ বাড়িতে এবং আকস্মিকভাবে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে যান জীবনের পরপারে। ফুটবলের সর্বকালের সবচেয়ে উজ্জ্বল তারকার একজন দিয়াগো ম্যারাডোনার জন্ম ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার লানুস শহরে। সেখানেই মারা গেলেন তিনি। ম্যারাডোনা ১৯৭৭ সালে আর্জেন্টিনা জাতীয় দলে সুযোগ পান। কিন্তু বয়স কম হওয়ায় ’৭৮ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পাননি। ড্যানিয়েল পাসারেলার নেতৃত্বে সেবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ’৭৮ সালে সুযোগ না পেলেও ম্যারাডোনা আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে ১৯৮২, ’৮৬, ’৯০ ও ’৯৪ সালে চারটি বিশ্বকাপ খেলেন। ’৮২ সালে স্পেন বিশ্বকাপে অংশ নিয়ে ২২ বছর বয়সেই নিজের দিকে সবার দৃষ্টি ফেরাতে সক্ষম হন। তবে গ্রুপ পর্ব টপকাতে পারেনি আর্জেন্টিনা। ’৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে লাভ করেন তিনি অমরত্বের তকমা। তাঁর ফুটবল জাদুতে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে। শুধু বিশ্বচ্যাম্পিয়নই নয়, ৫টি গোল করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ২টি গোল তাঁকে ইতিহাসের সোনালি পাতায় আলাদা স্থান দিয়েছে। যার ১টি গোল ছিল বিতর্কিত। ’৮০ সালের পর থেকে ম্যারাডোনাকে সর্বকালের সেরা ফুটবলার বলে মূল্যায়ন করা হয়। তাঁর আগে এ রাজকীয় স্থানে ছিলেন ব্রাজিলের কালো মানিক পেলে। বাংলাদেশেও ম্যারাডোনার সমর্থকের সংখ্যা কয়েক কোটির ঘরে। ফুটবলের কিংবদন্তিকে আমাদের শেষ অভিবাদন।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
বিদায় ম্যারাডোনা
সর্বকালের সেরা ফুটবলারের প্রতি শ্রদ্ধা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর