রাজশাহীর পরিচিতি শিক্ষানগরী হিসেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তর জনপদের এ নগরীকে এ অভিধা দান করেছে। রাজশাহী দেশের অন্যতম মহানগরী। সিটি করপোরেশনের মর্যাদা পেয়েছে এ নগরী বহু আগে। রাজশাহী বিভাগের কল্যাণে এটি একটি বিভাগীয় শহর। ভারত ভাগের আগে রাজশাহী ছিল এক বিশাল বিভাগ। পশ্চিমবঙ্গের দার্জিলিংও ছিল রাজশাহীর অধীন। পরে পাকিস্তানি শাসনামলে খুলনা বিভাগ সৃষ্টি হয় রাজশাহী ভেঙে। সাম্প্রতিককালে রংপুর বিভাগের পত্তন ঘটেছে রাজশাহীর বৃহত্তর রংপুর ও দিনাজপুরকে নিয়ে। রাজশাহী বিভাগীয় নগরী এবং সিটি করপোরেশনের মর্যাদা পেলেও শিল্প ক্ষেত্রে পিছিয়ে পড়ায় কর্মসংস্থানেও অনগ্রসর। এ অবস্থার অবসানে স্বপ্ন দেখাচ্ছে হাইটেক পার্ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নির্র্মীয়মাণ এ হাইটেক পার্ক তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উত্তরাঞ্চলের তরুণদের পথ দেখাবে। এখানে বিপুলসংখ্যক কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। স্মর্তব্য, ২০১৬ সালের ডিসেম্বরে রাজশাহী মহানগরীর পশ্চিম প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক স্থাপনের প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। ২০১৭ সালের ১৮ জুলাই মহানগরীর বুলনপুরে ৩১ দশমিক ৬৩ একর জমির ওপর ২৮১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে হাইটেক পার্কটির নির্মাণকাজ শুরু হয়। হাইটেক পার্ক নিয়ে স্থানীয় সংসদ সদস্যের বক্তব্য ছিল এ প্রকল্পটি পিছিয়ে পড়া রাজশাহীকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। তা এখন বাস্তবে রূপ পাচ্ছে। এর ফলে খুলে যাবে কর্মসংস্থানের দুয়ার। এটি পুরোপুরি চালু হওয়ার পর রাজশাহী হবে প্রযুক্তির নগরী। ইতিমধ্যে এ হাইটেক পার্কে ঠাঁই পাওয়ার জন্য প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। আশা করা হচ্ছে এ পার্ককে কেন্দ্র করে রাজশাহীতে শিল্প স্থাপনের নবযাত্রার সূচনা হবে। রাজশাহীতে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের ব্যাপক সুযোগ রয়েছে। উদ্যোক্তারা এ বিষয়টি প্রাধান্য দিলে উত্তরাঞ্চলের কৃষকের জন্য আশীর্বাদ হয়ে দেখা দবে।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
রাজশাহীর শিল্পায়ন
হাইটেক পার্ক নবযাত্রার সূচনা করবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর