বাংলা পৃথিবীর অন্যতম প্রধান ভাষা। পৃথিবীর প্রায় ২৭ কোটি মানুষের মাতৃভাষা এটি। এক সময় বাংলা ভাষার সীমাবদ্ধতা ছিল বাংলাদেশের পাশাপাশি ভারতের দুটি রাজ্যে। কালের বিবর্তনে এ ভাষা বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গ কিংবা ত্রিপুরা ছেড়ে দুনিয়ার বিভিন্ন দেশে ঠাঁই করে নিয়েছে। বাংলা ভাষার মূল কেন্দ্রের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে দেড় কোটিরও বেশি বাঙালি। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েতসহ আরও কিছু দেশে রাস্তায় বেরোলেই কোনো না কোনো বাঙালির দেখা মেলে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বাঙালি অধ্যুষিত এলাকার সংখ্যাও কম নয়। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কর্মসংস্থানের সুযোগে বিপুল সংখ্যক বাংলাভাষীর বসবাস। দ্বীপ দেশ মালদ্বীপে অবস্থানকারী বিদেশিদের মধ্যে বাংলাভাষীরাই শীর্ষে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপেরও বিভিন্ন দেশে বাস করছে হাজার হাজার বাঙালি। জাতিসংঘ শান্তি বাহিনীতে বাংলাদেশের সেনা সদস্যদের অংশগ্রহণের সুবাদে আফ্রিকার অনেক দেশে বাংলা চর্চায় এগিয়ে এসেছে উপকারভোগীরা। শান্তি সেনাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে বাংলাকে অন্যতম সরকারি ভাষার মর্যাদা দিয়েছে আফ্রিকার একটি দেশ। বাংলাকে জাতিসংঘের অন্যতম দাফতরিক ভাষা করার দাবিও জোরালো হয়ে উঠেছে কয়েক বছর ধরে। বাংলার এই ঈর্ষণীয় সাফল্য নিশ্চিত হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলনেরই পথ ধরে। সেদিন ছাত্ররা ঢাকার রাজপথ লাল করেছিল মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সংগ্রামের সূচনা করেছিলেন তা কালক্রমে স্বাধীনতার পথ রচনা করে। বিশ্বজুড়ে বাংলা ভাষার চর্চা বৃদ্ধি যে কোনো বাংলাভাষীর জন্য একটি সুখবর। বাংলা চর্চাকে আরও বেগবান করতে সমৃদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশে বাংলাদেশের মানুষকে আরও নিবেদিতপ্রাণ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ যত এগোবে ঠিক ততটুকু এগোবে বাংলা ভাষা। মাতৃভাষার সুদিনকে ধরে রাখতে হবে।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ