সুসংবদ্ধ অপরাধী চক্রের কবল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি সেল গঠন নিঃসন্দেহে একটি ভালো খবর। সাইবার অপরাধীদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকায় বিটিআরসির ভাবমূর্তি যখন তলানিতে তখন এ পদক্ষেপ তাদের সুনাম অর্জনে ভূমিকা রাখবে এমনটিই আশা করা যায়। সাইবার অপরাধীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নামে ফেসবুক, জিমেইল, ট্রু-কলার, আইকন ও হোয়াটসআপে অ্যাকাউন্ট খোলার দুঃসাহসও দেখিয়েছে মো. আরিফ মাইনুদ্দিন নামের এক প্রতারক। আইজিপির ছবি ও পদবি ব্যবহার করে ওই প্রতারক বিত্তশালী ব্যক্তিদের কাছে এবং বিভিন্ন বেসরকারি ব্যাংকে ফোন দিয়ে চাকরির সুপারিশ করে। সম্প্রতি ওই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিটিআরসির মতে, প্রযুক্তি প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার জগতে অপ্রীতিকর ঘটনা বাড়ছে। এতে অনেকের সামাজিক ও পারিবারিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো রাষ্ট্রবিরোধী, ধর্মীয় উসকানিমূলক বা এসংক্রান্ত কোনো কনটেন্ট অপসারণ কিংবা বন্ধ করার অনুরোধ পাওয়া সাপেক্ষে বিটিআরসি কারিগরি ব্যবস্থা নিয়ে থাকে। অতএব, কেউ সামাজিক মাধ্যম দ্বারা ব্যক্তিগত বা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিলে বিটিআরসি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। সাইবার অপরাধের বিরুদ্ধে নাগরিকদের সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি সেল গঠন প্রশংসনীয় পদক্ষেপ হলেও এটি নাগরিকদের সুরক্ষা দেবে না ‘অশ্বডিম্ব’ প্রসব করবে তা নির্ভর করছে ত্বরিত পদক্ষেপের ওপর। সাইবার সিকিউরিটি সেল সংশ্লিষ্টদের প্রযুক্তি সম্পর্কিত পারঙ্গমতার ওপরও তাদের সাফল্য ব্যর্থতার বিষয়টি নির্ভরশীল। ফলে সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ এবং দায়িত্ব বণ্টনে যে দায়সারা এবং আর্থিক অর্জনের মনোভাব কাজ করে তা সাইবার সিকিউরিটি সেলের ক্ষেত্রে ঘটবে না আমরা এমনটিই আশা করতে চাই।
শিরোনাম
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
সাইবার সিকিউরিটি সেল
অপরাধীদের সামাল দিতে ভূমিকা রাখুক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর