অন্যান্য বছরের মতো এ বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে নতুন বই। করোনার কারণে গত বছরের মতো এ বছরও কেন্দ্রীয়ভাবে কোনো বই উৎসব হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে বই সরবরাহ করা হয়েছে শিক্ষার্থীদের হাতে। বছরের প্রথম দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দিলেও এ জন্য অন্য বছরের মতো বই উৎসবের আয়োজন করা হয়নি। তবে নতুন বই শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে যে উৎসবী আমেজ সৃষ্টি করেছে তা নজিরবিহীন বললেও অত্যুক্তি হবে না। ২০২২ শিক্ষাবর্ষের জন্য এবার ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যবই ছাপানো হয়েছে। প্রাথমিক স্তরে ৯ কোটি ৩০ লাখ ৩৪ হাজার ৩০ কপি, প্রাক-প্রাথমিক স্তরে ৬৬ লাখ ৫ হাজার ৪৮০ কপি বই ও অনুশীলন খাতা এবং পাঁচ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ২ লাখ ১৯ হাজার ৩৬৪ কপি বই ছাপানো হয়েছে। আর ইবতেদায়ি মাদরাসা, দাখিল মাদরাসাসহ মাধ্যমিক স্তরে মোট বইয়ের সংখ্যা ২৪ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ২২০। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের বই বিতরণ ১ জানুয়ারি শুরু হলেও মাধ্যমিক পর্যায়ের বইগুলো এবার ১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলোতে বই বিতরণ করা হবে। করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে বছরের বেশির ভাগ সময়জুড়ে। আগের বছর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া না হলেও বিদায়ী বছরে তিনটি পরীক্ষা হয়েছে এবং এর ভিত্তিতে শিক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়েছে পরবর্তী শ্রেণিতে। বছরের প্রথম দিন থেকে বই বিতরণ শুরু হওয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তির হাওয়া বইছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে, করোনা পরিস্থিতির মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠান চলবে। শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা কার্যক্রমও চালু থাকবে। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ সরকারের একটি উচ্চাভিলাষী কর্মসূচি। শিক্ষা বিস্তারে এ কর্মসূচি যে ফলপ্রসূ ভূমিকা রাখছে তা প্রশংসার দাবিদার। আমরা আশা করব করোনার ক্ষতি কাটিয়ে উঠতে নতুন বছরে শিক্ষা কার্যক্রম আরও নিবিড় করা হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
নতুন বই নতুন প্রত্যাশা
করোনার ক্ষতি পুষিয়ে নিতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর