একদিকে করোনা-পরবর্তী অর্থনৈতিক মন্দা, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দুনিয়ার প্রায় সব দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশকেও মোকাবিলা করতে হচ্ছে কঠিন সময়। এ প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে শক্তি জোগাবে দেশের প্রধান শিল্পপণ্য তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধির ঘটনা। মহামারির ধাক্কা সামলে বিশ্ববাজারে তৈরি পোশাকের বিক্রি বাড়ায় চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেই গত অর্থবছরের পুরো সময়ের চেয়ে বেশি আয় করেছে বাংলাদেশ। রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ ডলার আয় করেছে। রপ্তানির এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ১৪ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের প্রথম ১০ মাসে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় ছিল ৩ হাজার ২০৭ কোটি ২৭ লাখ ডলার। আর পুরো অর্থবছরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ ৩ হাজার ৮৭৫ কোটি ৮০ লাখ ডলার পেয়েছিল। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসের রপ্তানি আয়ের লক্ষ্য ধরা হয়েছিল ৩ হাজার ৫৯৬ কোটি ডলার। আর পুরো অর্থবছরে রপ্তানিতে ৪ হাজার ৩৫০ কোটি ডলার আয়ের লক্ষ্য রয়েছে। আশার কথা, ১০ মাসেই পুরো অর্থবছরের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে রপ্তানি আয়। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় খাত রেমিট্যান্স আয়ও চলতি অর্থবছরে আগের বছরের চেয়ে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ঈদ উপলক্ষে এপ্রিলে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে প্রবাসীদের কাছ থেকে। দুই বছর করোনার কারণে দেশের অর্থনৈতিক কর্মকান্ড বড় আকারে হোঁচট খেয়েছে সন্দেহ নেই। ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিণতিতে দুনিয়াজুড়ে জ্বালানি তেল, ভোজ্য তেল, গম ইত্যাদি পণ্যের দাম বেড়েছে। হাওরে ধান উৎপাদন মার খাওয়ায় খাদ্য আমদানিতে এ বছর ব্যয় হতে পারে বিপুল অর্থ। এ প্রেক্ষাপটে রপ্তানি আয়ের টার্গেট দুই মাস আগেই পূরণ হওয়া নিঃসন্দেহে সুখবর। সাফল্যের এ ধারা জিইয়ে রাখতে হবে।
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
রপ্তানিতে সুখবর
এ ধারা অব্যাহত রাখতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর