একদিকে করোনা-পরবর্তী অর্থনৈতিক মন্দা, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দুনিয়ার প্রায় সব দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশকেও মোকাবিলা করতে হচ্ছে কঠিন সময়। এ প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে শক্তি জোগাবে দেশের প্রধান শিল্পপণ্য তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধির ঘটনা। মহামারির ধাক্কা সামলে বিশ্ববাজারে তৈরি পোশাকের বিক্রি বাড়ায় চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেই গত অর্থবছরের পুরো সময়ের চেয়ে বেশি আয় করেছে বাংলাদেশ। রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ ডলার আয় করেছে। রপ্তানির এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ১৪ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের প্রথম ১০ মাসে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় ছিল ৩ হাজার ২০৭ কোটি ২৭ লাখ ডলার। আর পুরো অর্থবছরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ ৩ হাজার ৮৭৫ কোটি ৮০ লাখ ডলার পেয়েছিল। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসের রপ্তানি আয়ের লক্ষ্য ধরা হয়েছিল ৩ হাজার ৫৯৬ কোটি ডলার। আর পুরো অর্থবছরে রপ্তানিতে ৪ হাজার ৩৫০ কোটি ডলার আয়ের লক্ষ্য রয়েছে। আশার কথা, ১০ মাসেই পুরো অর্থবছরের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে রপ্তানি আয়। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় খাত রেমিট্যান্স আয়ও চলতি অর্থবছরে আগের বছরের চেয়ে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ঈদ উপলক্ষে এপ্রিলে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে প্রবাসীদের কাছ থেকে। দুই বছর করোনার কারণে দেশের অর্থনৈতিক কর্মকান্ড বড় আকারে হোঁচট খেয়েছে সন্দেহ নেই। ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিণতিতে দুনিয়াজুড়ে জ্বালানি তেল, ভোজ্য তেল, গম ইত্যাদি পণ্যের দাম বেড়েছে। হাওরে ধান উৎপাদন মার খাওয়ায় খাদ্য আমদানিতে এ বছর ব্যয় হতে পারে বিপুল অর্থ। এ প্রেক্ষাপটে রপ্তানি আয়ের টার্গেট দুই মাস আগেই পূরণ হওয়া নিঃসন্দেহে সুখবর। সাফল্যের এ ধারা জিইয়ে রাখতে হবে।
শিরোনাম
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র