সমাজবিজ্ঞানীদের মতে, রাজনীতি হলো অর্থনীতির প্রতিবিম্ব। অর্থনীতিতে বিপর্যয় শুরু হলে রাজনীতিতে তার অপপ্রভাব পড়তে বাধ্য। দক্ষিণ এশিয়ায় একসময়ের সবচেয়ে এগিয়ে থাকা শ্রীলঙ্কায় অর্থনৈতিক দেউলিয়া অবস্থা দেশটির রাজনীতিকে অস্থিতিশীল করে তুলেছে। অনিন্দ্যসুন্দর এ দ্বীপদেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম ছিল পর্যটন। করোনাভাইরাসের কারণে পর পর দুই বছর পর্যটন খাতে আয় প্রায় শূন্যের পর্যায়ে দাঁড়ায়। ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ে দেশটি। একই সময়ে সরকারের ভুল নীতি সংকটকে ঘনীভূত করে তোলে। সার আমদানির খরচ বাঁচাতে অর্গানিক পদ্ধতির ফসল ফলানোর সিদ্ধান্ত নেয় তারা। পরিণতিতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশটিতে খাদ্য উৎপাদন হ্রাস পাওয়ায় হাহাকার অবস্থার সৃষ্টি হয়। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দেয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম চার-পাঁচ গুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়ে দেশটি। ইতোমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্য হয়ে পড়ায় দেশজুড়ে সৃষ্টি হয় নেই নেই অবস্থা। দেশটিতে চলছে খাদ্যের তীব্র অভাব। জ্বালানি তেলের অভাবে চলছে না গাড়ি। ওষুধের অভাবে মানুষ হাহাকার করছে। অর্থনীতির এ নাজুক অবস্থায় প্রচ- গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সামরিক বিমানে পালিয়ে গেছেন মালদ্বীপে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছে। এর আগে বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট ভবন দখল করে। তারা প্রধানমন্ত্রীর বাসভবনেও আগুন লাগায়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। এমনিতেই দেশটিতে রয়েছে জাতিগত বিরোধ। কয়েক যুগের তামিল বিদ্রোহে ১ লাখের বেশি মানুষের প্রাণ গেছে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির কোনো রাতারাতি সমাধান নেই। অসংযমী আচরণ বিপদই শুধু বাড়াবে। বিশেষ করে ঘোরতর এ দুর্দিনে স্তব্ধ হয়ে যাওয়া তামিল টাইগারদের দিক থেকে হুমকি সৃষ্টি হলে তা অস্তিত্বের সংকট হয়ে দেখা দেবে। যা কাম্য নয়।
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
অস্থিতিশীল শ্রীলঙ্কা
অসংযমী আচরণ বিপদ বাড়াবে
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর