সমাজবিজ্ঞানীদের মতে, রাজনীতি হলো অর্থনীতির প্রতিবিম্ব। অর্থনীতিতে বিপর্যয় শুরু হলে রাজনীতিতে তার অপপ্রভাব পড়তে বাধ্য। দক্ষিণ এশিয়ায় একসময়ের সবচেয়ে এগিয়ে থাকা শ্রীলঙ্কায় অর্থনৈতিক দেউলিয়া অবস্থা দেশটির রাজনীতিকে অস্থিতিশীল করে তুলেছে। অনিন্দ্যসুন্দর এ দ্বীপদেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম ছিল পর্যটন। করোনাভাইরাসের কারণে পর পর দুই বছর পর্যটন খাতে আয় প্রায় শূন্যের পর্যায়ে দাঁড়ায়। ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ে দেশটি। একই সময়ে সরকারের ভুল নীতি সংকটকে ঘনীভূত করে তোলে। সার আমদানির খরচ বাঁচাতে অর্গানিক পদ্ধতির ফসল ফলানোর সিদ্ধান্ত নেয় তারা। পরিণতিতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশটিতে খাদ্য উৎপাদন হ্রাস পাওয়ায় হাহাকার অবস্থার সৃষ্টি হয়। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দেয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম চার-পাঁচ গুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়ে দেশটি। ইতোমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্য হয়ে পড়ায় দেশজুড়ে সৃষ্টি হয় নেই নেই অবস্থা। দেশটিতে চলছে খাদ্যের তীব্র অভাব। জ্বালানি তেলের অভাবে চলছে না গাড়ি। ওষুধের অভাবে মানুষ হাহাকার করছে। অর্থনীতির এ নাজুক অবস্থায় প্রচ- গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সামরিক বিমানে পালিয়ে গেছেন মালদ্বীপে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছে। এর আগে বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট ভবন দখল করে। তারা প্রধানমন্ত্রীর বাসভবনেও আগুন লাগায়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। এমনিতেই দেশটিতে রয়েছে জাতিগত বিরোধ। কয়েক যুগের তামিল বিদ্রোহে ১ লাখের বেশি মানুষের প্রাণ গেছে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির কোনো রাতারাতি সমাধান নেই। অসংযমী আচরণ বিপদই শুধু বাড়াবে। বিশেষ করে ঘোরতর এ দুর্দিনে স্তব্ধ হয়ে যাওয়া তামিল টাইগারদের দিক থেকে হুমকি সৃষ্টি হলে তা অস্তিত্বের সংকট হয়ে দেখা দেবে। যা কাম্য নয়।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
অস্থিতিশীল শ্রীলঙ্কা
অসংযমী আচরণ বিপদ বাড়াবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর