মহাসড়কের সরকারি জমি বন্ধক রেখেও যে ব্যাংক ঋণ পাওয়া যায় সে অনন্য নজির স্থাপন হয়েছে সব সম্ভবের এই দেশে। এ দেশে ১০ কিংবা ২০ হাজার টাকা ঋণ নিতে গিয়ে সাধারণ মানুষের স্যান্ডেলের তলা ক্ষয় হয়। অথচ অনায়াসে কোটি কোটি টাকার ঋণ পাওয়া যায় জাল দলিল কিংবা কাগজপত্র দাখিল করে। এসব ক্ষেত্রে যিনি ঋণ নেন, তার চেয়েও গরজ বেশি থাকে তাদের, যারা ঋণদানের প্রক্রিয়ায় জড়িত। কারণটিও ওপেন সিক্রেট। এ ব্যাপারে পত্রপত্রিকায় এমনকি টেলিভিশন পর্দায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও কুম্ভকর্ণের ঘুম ভাঙে না। এ ধরনের একটি ঘটনায় সংশ্লিষ্টদের ঘুম ভাঙতে আদালতকে আদেশ দিতে হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সরকারি জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এ বিষয়ে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২৪ ফেব্রুয়ারি মামলাটি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এ আদেশের পাশাপাশি ওই দুর্নীতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ‘মহাসড়ক বন্ধক দেখিয়ে লুটপাট ১৫ কোটি টাকা’ শিরোনামে গত ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। ওই প্রতিবেদন যুক্ত করে ২১ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ওবায়েদ আহমেদ বাদী হয়ে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। ব্যাংকে যে অর্থ জমা থাকে সেগুলো সাধারণ মানুষের। যাকে-তাকে ঋণ দিয়ে এ অর্থ লোপাটের অধিকার কারও থাকা উচিত নয়। মহাসড়কের জমি বন্ধক রেখে যারা ঋণ নিয়েছেন ও দিয়েছেন অপকর্মের সেসব কুশীলবের বিষয়ে যথাযথ তদন্ত হওয়া উচিত। যথার্থ আদেশদানের জন্য আদালতকে অভিনন্দন।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে