মহাসড়কের সরকারি জমি বন্ধক রেখেও যে ব্যাংক ঋণ পাওয়া যায় সে অনন্য নজির স্থাপন হয়েছে সব সম্ভবের এই দেশে। এ দেশে ১০ কিংবা ২০ হাজার টাকা ঋণ নিতে গিয়ে সাধারণ মানুষের স্যান্ডেলের তলা ক্ষয় হয়। অথচ অনায়াসে কোটি কোটি টাকার ঋণ পাওয়া যায় জাল দলিল কিংবা কাগজপত্র দাখিল করে। এসব ক্ষেত্রে যিনি ঋণ নেন, তার চেয়েও গরজ বেশি থাকে তাদের, যারা ঋণদানের প্রক্রিয়ায় জড়িত। কারণটিও ওপেন সিক্রেট। এ ব্যাপারে পত্রপত্রিকায় এমনকি টেলিভিশন পর্দায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও কুম্ভকর্ণের ঘুম ভাঙে না। এ ধরনের একটি ঘটনায় সংশ্লিষ্টদের ঘুম ভাঙতে আদালতকে আদেশ দিতে হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সরকারি জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এ বিষয়ে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২৪ ফেব্রুয়ারি মামলাটি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এ আদেশের পাশাপাশি ওই দুর্নীতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ‘মহাসড়ক বন্ধক দেখিয়ে লুটপাট ১৫ কোটি টাকা’ শিরোনামে গত ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। ওই প্রতিবেদন যুক্ত করে ২১ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ওবায়েদ আহমেদ বাদী হয়ে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। ব্যাংকে যে অর্থ জমা থাকে সেগুলো সাধারণ মানুষের। যাকে-তাকে ঋণ দিয়ে এ অর্থ লোপাটের অধিকার কারও থাকা উচিত নয়। মহাসড়কের জমি বন্ধক রেখে যারা ঋণ নিয়েছেন ও দিয়েছেন অপকর্মের সেসব কুশীলবের বিষয়ে যথাযথ তদন্ত হওয়া উচিত। যথার্থ আদেশদানের জন্য আদালতকে অভিনন্দন।
শিরোনাম
- মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন
- শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস
- লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
- নারায়ণগঞ্জে মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসানে ডিসির উদ্যোগ
- দেশের ভেতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে : গয়েশ্বর
- ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম : রিটার্ন টিকিট ক্রয় বাধ্যতামূলক
- লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান
- ফাজিল পরীক্ষা শুরু শনিবার, অংশ নেবে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী
- সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি : মির্জা ফখরুল
- ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
- ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- এমন সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি-দুঃশাসন থাকবে না : নবীউল্লাহ নবী
- বেনাপোলে বিএনপির যৌথ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোংলায় সমাবেশ
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’
- পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা
- আমি পক্ষপাতদুষ্ট চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই : জ্বালানি উপদেষ্টা
- শিশুদের মাঝে বেঁচে থাকতে চান নাসির
- রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনে সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি : আমান