শিরোনাম
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ফুটবলের নতুন রাজা

লিওনেল মেসির আর্জেন্টিনাকে অভিনন্দন

ফুটবলের নতুন রাজা লিওনেল মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করেছে তারা। কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা ও তাঁর ভাবশিষ্য মেসির আর্জেন্টিনার শিরোপা জয়ে উল্লসিত বাংলাদেশের মানুষও। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে বাংলাদেশে যেভাবে আনন্দ-মিছিল হয়েছে তা আর্জেন্টিনার বাইরে কল্পনা করাও কঠিন। আর্জেন্টিনা দলের লিওনেল মেসিকে বলা হয় বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তার পরও মেসির নেতৃত্বাধীন আজেন্টিনা বিশ্ব ফুটবলের শিরোপা থেকে বঞ্চিত ছিল এতদিন। কাতার বিশ্বকাপ সেই হতাশার অবসান ঘটিয়েছে। মেসির

হাতে তুলে দিয়েছে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন ট্রফি। নিজের শেষ বিশ্বকাপে তিনি জাতির জন্য সোনালি ট্রফির পাশাপাশি নিজেও অর্জন করেছেন গোল্ডেন বল। বিশ্বকাপ ট্রফিটা কার, লিওনেল মেসি নাকি কিলিয়ান এমবাপ্পের- নির্ধারিত ৯০ মিনিট খেলার পরও তা নির্ধারণ করা যায়নি রবিবার রাতে। মেসি, ডি মারিয়ার ২ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা বিজয় উৎসবের সব প্রস্তুতিই শেষ করেছিল। ম্যাচের বাকি ছিল কেবল ১১ মিনিট। কিন্তু ২ মিনিটের ‘এমবাপ্পে ঝড়’ আর্জেন্টাইনদের স্বপ্ন ভেঙে দেয়। খেলাটা নিয়ে যায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও নাটকের পর নাটক। লিওনেল মেসির গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকল আর্জেন্টিনা। এমবাপ্পের পেনাল্টি গোলে ফের ৩-৩ সমতায় ফ্রান্স। নাটকীয় এ ফাইনালের লড়াই গড়াল টাইব্রেকারে। পেনাল্টি শুটে এমবাপ্পে গোল করলেন। মেসিও গোল করলেন। এরপর দুই ফরাসি গোল করতে ব্যর্থ হন। কিংসলের শট ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। অরেলিয়েনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। টাইব্রেকারে মেসির পর দিবালা, প্যারেডেস ও মন্টিয়েলের গোল বিশ্বকাপ এনে দেয় আর্জেন্টিনাকে। বিশ্বকাপে আর্জেন্টিনার শুরু হার দিয়ে। আরবভূমিতে বিশ্বকাপের খেলায় সৌদি আরবের কাছে হেরে যায় মেসির আর্জেন্টিনা। কিন্তু আরব্য রজনির কাহিনি তাতে যেন বেগবান হয়। জেগে ওঠেন সত্যিকারের নায়ক লিওনেল মেসি। তার পর থেকে প্রতিটি খেলায় মেসির চমক। মেসিময় আর্জেন্টিনাকে অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর