পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের উপযোগী হওয়ার পরও তা কাজে লাগানো যাচ্ছিল না সঞ্চালন লাইনের অভাবে। আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণের ফলে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে এ কেন্দ্রের বিদ্যুৎ। একই সঙ্গে রামপাল কেন্দ্রের বিদ্যুৎ নিয়েও শঙ্কা কেটেছে। ইতোমধ্যে অভিন্ন সঞ্চালন লাইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে তারা। আগামী বছরের শুরুতেই ভারতের ঝাড়খণ্ড থেকে আসবে আদানি বিদ্যুৎ কেন্দ্রের ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হলে গ্যাস ও জ্বালানি তেলনির্ভর বিদ্যুতের ওপর নির্ভরতা অনেকাংশে কমবে। ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক পায়রা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মাণাধীন কেন্দ্রটির প্রতি ইউনিটের উৎপাদনক্ষমতা ৬৬০ মেগাওয়াট। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের কাজও প্রায় ৮০ শতাংশ শেষ। আগামী বছর জুনে দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। একই ভাবে পদ্মা নদীর ওপর দিয়ে নির্মিত টাওয়ারের মাধ্যমে ঢাকার আমিনবাজার সাবস্টেশনের সংযোগ হয়েছে। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ। পায়রায় উৎপাদিত ১ হাজার ৩২০ মেগাওয়াটের মধ্যে জাতীয় গ্রিডে দেওয়া হবে ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট। বাকি বিদ্যুৎ যাবে বরিশাল ও খুলনার আঞ্চলিক লাইনে। চলতি বছর ৩ মার্চ পায়রা বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের নয় মাস পর জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ চাহিদা পূরণে বাংলাদেশ নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ তৈরি করে তা আমদানির বিষয়ে ভাবছে। এ ব্যাপারে ভারতের দিক থেকে নমনীয় মনোভাব দেখানো হয়েছে। এটি সম্ভব হলে বিদ্যুতের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বিকশিত হবে। লাভবান হবে ঘনিষ্ঠ প্রতিবেশী চারটি দেশ।
শিরোনাম
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
বিদ্যুৎ উৎপাদন
গ্যাস ও জ্বালানি তেল নির্ভরতা কমছে
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর