মেট্রোরেল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। উন্নত বিশ্বের মতো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মেট্রোরেলের চলাচল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল ৬ লাইনের উদ্বোধন করেছেন। উদ্বোধনের দিন নিজে ভ্রমণ করে দিয়াবাড়ী থেকে আগারগাঁও প্রান্তে গিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও আজ শুরু হবে মেট্রোরেলে যাত্রী চলাচল। বিজয়ের মাস ডিসেম্বরে দেশে মেট্রোরেল চালুকে একটি বড় ধরনের অর্জন হিসেবে দেখা হচ্ছে। এতকাল উন্নত বিশ্বের অমুক দেশের মেট্রোরেল খুবই আরামদায়ক, ইউরোপ কিংবা আমেরিকার মেট্রোরেলে চেপে ভ্রমণের সুবিধাই আলাদা- এমন স্বপ্নের গল্প আর অন্যের মুখে শুনতে হবে না। এখন থেকে খোদ বাংলাদেশের এমন গল্পই পৃথিবীর অন্য দেশে আলোচিত হবে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকে মূল্যবান সময় নষ্ট হবে না। ঝকঝক শব্দে স্বল্পসময়ের ব্যবধানে যাত্রীরা পৌঁছে যাবেন কাক্সিক্ষত গন্তব্যে। বিদ্যুচ্চালিত মেট্রোরেল লাইন-৬ চালুর মাধ্যমে দেশের যোগাযোগব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। স্বাপ্নিক এ প্রকল্পের মাধ্যমে ঢাকাবাসীর যানজট থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে। আপাতত দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত খুলে দেওয়া হয়েছে মেট্রোরেল। আগামী বছরের ডিসেম্বর মতিঝিল পর্যন্ত এবং কমলাপুরের জন্য অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত। নগরবাসীকে স্বস্তি দিতে একে একে আরও পাঁচটি লাইন চালু করা হবে। এর মধ্যে পাতালরেল হিসেবে মেট্রোরেল লাইন-১-এর কাজও শুরু হয়েছে। মেট্রোরেল আপাতত দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও এর প্রকৃত সুফল অনুভূত হবে আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইন চালু হওয়ার পর। পরবর্তীতে অন্য লাইনগুলো চালু হলে যানজটের কাছে জিম্মি ঢাকা মহানগরীর বিস্তীর্ণ এলাকায় সুষ্ঠুভাবে যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। মেট্রোরেল নগরবাসীর জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে। সুষ্ঠু গণপরিবহনের অভাবে যারা এখন ব্যক্তিগত গাড়িতে চলাচল করেন তারা মেট্রোরেলে চলাচল করতে উৎসাহী হবেন।
শিরোনাম
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
মেট্রোরেল যুগে বাংলাদেশ
পাল্টে যাচ্ছে রাজধানীর যোগাযোগব্যবস্থা
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর