সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নিপাহ ভাইরাস

সতর্কতার বিকল্প নেই

দেশের ছয় জেলায় ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস এবং আক্রান্ত ৯ জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হওয়ায় উদ্বেগ সৃষ্টি করেছে। আক্রান্তদের মধ্যে তিনজনই শিশু। নিপাহ ভাইরাসে আক্রান্তদের সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে বাড়তি দুশ্চিন্তায় ভুগছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছর রাজশাহী, নওগাঁ, পাবনা, রাজবাড়ী, শরীয়তপুর, ঢাকা- এ ছয় জেলায় ৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পাঁচজন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং তিনজন শিশু রয়েছে। নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের ৭০ শতাংশ মারা যাওয়ায় করোনার চেয়েও এর ঝুঁকি অনেক বেশি। রোগের উপসর্গের ব্যাপারে সতর্ক করে স্বাস্থ্য অধিদফতরের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণবিষয়ক পরিচালক বলেছেন, কাঁচা খেজুরের রস এবং বাদুড় খেয়েছে এমন ফল খাওয়া যাবে না। তীব্র মাথাব্যথা, জ্বর, খিঁচুনি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ রোগ থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ। বাংলাদেশে এই হার ৭১ শতাংশ। নিপাহ ভাইরাস আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে এরই মধ্যে হাসপাতাল প্রস্তুতের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মহাখালীর ডিএনসিসি কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ১০ বেডের আইসোলেশন ওয়ার্ড এবং ১০ বেডের আইসিইউ প্রস্তুত রাখতে বলা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে ২-৩ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলেও এ বছর এ সংখ্যা বেশি। রাজশাহী, পাবনা, রাজবাড়ী, শরীয়তপুর ও ঢাকায় মোট ৯ জন নিপাহ ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। যাদের মধ্যে পাঁচজনই মারা গেছেন। বিশেষজ্ঞদের উপদেশ, খেজুরের রস কাঁচা পান করা যাবে না। টমেটো, বরই, পেয়ারা, স্ট্রবেরি সাবান দিয়ে ধুয়ে খেতে হবে। বাদুড় খেয়েছে এমন কোনো ফল খাওয়া যাবে না। নিপাহ ভাইরাস থেকে নিজেদের সতর্কতার বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর