সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইসরা ও মেরাজ

মুহম্মাদ আশরাফ আলী

ইসরা ও মেরাজ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি মাজেজা। আল্লাহর ইচ্ছায় যে সবই সম্ভব তারই মূর্তমান প্রকাশ হলো ওই রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসরা অর্থাৎ কাবা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত রাতের সফর ও মেরাজ অর্থাৎ সপ্তম আসমান পর্যন্ত ঘুরে আসার ঘটনা। মেরাজের রাতে নিমেষেই এটি সংঘটিত হয়। শবেমেরাজের ঘটনা সম্পর্কে আল্লাহতায়ালা সুরা বনি ইসরায়েলের ১ নম্বর আয়াতে ঘোষণা করেন, ‘মহামহিম পরম পবিত্র সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। যাতে আমি তাকে দেখিয়ে দিই, এর চারপাশের নিদর্শনগুলো, যা বরকতময়।’ আরবি শব্দ ইসরা অর্থ রাতের সফর এবং মেরাজের শাব্দিক অর্থ সিঁড়ি, ঊর্ধ্বারোহণ। ব্যাপক অর্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বায়তুল্লাহ থেকে বায়তুল মোকাদ্দাসে উপনীত হয়ে সেখান থেকে সপ্তাকাশ এবং আরশে আজিম পৌঁছে আল্লাহর সঙ্গে কথা বলাকেই মেরাজ বলে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ৫২ বছর বয়সে অর্থাৎ নবুয়তের ১২তম সনে ২৬ রজব দিনগত রাত সোমবার মেরাজের আশ্চর্যতম ঘটনাটি সংঘটিত হয়। হাদিস সূত্রে বলা হয়েছে, ২৬ রজব রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এশার নামাজ শেষে হজরত উম্মে হানি (রা.)-এর ঘরে নিদ্রায় ছিলেন। এ সময় হজরত জিবরাইল (আ.) আল্লাহর হুকুমে জান্নাত থেকে বোরাক নামের একটি সাওয়ারি আর অসংখ্য ফেরেশতার দল নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে হাজির হয়ে সালাম দিয়ে বললেন, ‘ইয়া রসুলুল্লাহ! আপনার প্রতিপালক আপনাকে স্মরণ করেছেন, এই মুহূর্তেই আপনাকে তথায় গমন করতে হবে।’ বোরাকে করে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার খেজুর বাগান এলাকায় ও হজরত ঈসা (আ.)-এর জন্মস্থান মাদায়েনে দুই রাকাত নামাজ আদায় করেন।

মেরাজের সফরে প্রতি আকাশে ফেরেশতারা তাঁকে অভ্যর্থনা জানান। প্রতি আসমানে অবস্থানরত নবীদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। প্রত্যেক নবী বিশ্বনবীকে সাদর সম্ভাষণ জানান। জিবরাইল (আ.) প্রত্যেক নবীর সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেন। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক ময়দানে পৌঁছান যেখানে ভাগ্যলিপি লেখার আওয়াজ শোনা যাচ্ছিল। এরপর তিনি ‘সিদরাতুল মুনতাহা’ দেখেন, যেখানে আল্লাহর নির্দেশে সোনার প্রজাপতি ও বিভিন্ন প্রকার প্রজাপতি ইতস্তত ছোটাছুটি করছিল। ফেরেশতারা স্থানটি ঘিরে রেখেছিলেন। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরাইল (আ.)-কে স্বরূপে দেখেন। তাঁর ৬০০ পাখা ছিল। সেখানেই তিনি দিগন্তবেষ্টিত সবুজ রঙের রফরফ দেখতে পান। রফরফ বলা হয় এক প্রকার পালকিকে। তিনি বায়তুল মামুরও দেখতে পান। বায়তুল মামুর হলো সপ্তম আসমানে অবস্থিত একটি মসজিদ। যেখানে প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা আল্লাহকে সিজদা করেন। যারা একবার সেখানে প্রবেশ করেন তারা কিয়ামত পর্যন্ত আর কখনো সিজদা করার সুযোগ পাবেন না। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাত ও জাহান্নাম স্বচক্ষে দেখেন। তিনি ভ্রমণপথে অসংখ্য আশ্চর্য ঘটনা ও কর্মকান্ড দেখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া ও প্রশংসা করেন।

লেখক : ইসলামবিষয়ক গবেষক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর