পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় দেশবাসীর ট্যাক্সের টাকায়। শত শত কোটি টাকা ব্যয় হয় দেশের সর্বস্তরের মানুষের। পক্ষান্তরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তাদের খরচ বহন করেন অভিভাবকরা। প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আদায় হয় বিপুল অঙ্কের রাজস্ব। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু দেশবাসীর ট্যাক্সের টাকায় পরিচালিত হয়, সেহেতু সরকারের নৈতিক কর্তব্য এসব প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না দেখা। কিন্তু সে দায়িত্ব পালনের বদলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে মাথা ঘামাচ্ছে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়। ভূতের মতো সোজা পথের বদলে পেছনে হাঁটার কান্ডজ্ঞানহীনতায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দুষ্কর্মের আখড়া হয়ে উঠছে। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র রাজনীতির নামে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের লাগামহীন কর্মকান্ড যেন থামছেই না। আসন বাণিজ্য, চাঁদাবাজি, র্যাগিং, যৌন নিপীড়ন, অভ্যন্তরীণ কোন্দল, বিরোধী পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ানো ছাড়াও প্রায় প্রতিনিয়তই কোনো না কোনো বিতর্কিত কর্মকান্ডে জড়াচ্ছেন এই ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে ‘ত্রাস’ হয়ে দাঁড়িয়েছেন ছাত্রলীগের ব্যানারে থাকা কিছু নেতা-কর্মী। প্রশাসনের নাকের ডগায় এসব কর্মকান্ড চললেও প্রায় বেশির ভাগ ক্ষেত্রে না-দেখার ভান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নাজুক পরিস্থিতি বিরাজ করছে এই ছাত্র সংগঠনের বিতর্কিত কিছু কর্মকান্ডে। অথচ এসবের বদলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে সরব হয়ে উঠেছে সরকার। এসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির লাগাম টানা হচ্ছে। ছাত্র রাজনীতির নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেন অরাজকতা না হয় সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটি সভার ‘রেকর্ড অব ডিসকাশন্স’ অনুযায়ী নির্দেশনা পাঠানো হয়েছে এ বিশ্ববিদ্যালয়গুলোয়। স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র ধরে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু অভিভাবকদের পরিশ্রমলব্ধ অর্থে পড়াশোনা করেন সেহেতু সেখানে ছাত্র রাজনীতির নামে ফ্রাঙ্কেনস্টাইনের দানব হয়ে ওঠার সুযোগ কম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দেওয়ার আগে সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়কে যারা দুর্বৃত্তদের রাজত্ব বানাতে চায় তাদের বিরুদ্ধে সক্রিয় হবে এমনটিই প্রত্যাশিত। ছাত্র রাজনীতি নয়, এর আড়ালে দুর্বৃত্তায়নের যে প্রক্রিয়া চলছে তার ইতি ঘটুক।
শিরোনাম
- ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
- তীব্র গরমে আজও পুড়বে ঢাকাসহ আট জেলা
ছাত্র রাজনীতি
দুর্বৃত্তদের সামাল দিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর