বাংলাদেশ নদ-নদীর দেশ। বন্যা এ দেশের সাংবার্ষিক এক সমস্যা। জানা ইতিহাসের এমন কোনো বছর নেই যে বছর বন্যা আঘাত হানেনি বাংলাদেশ নামের ভূখন্ডে। এ বছরও দেশের উত্তরাঞ্চলে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলে পরিস্থিতির অবনতি ঘটতে চলেছে। এরই মধ্যে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে এবং এসব এলাকার নিম্নাঞ্চল তলিয়ে যেতে শুরু করেছে। ভারী বৃষ্টিপাত এবং উজানের পাহাড়ি ঢলে তিস্তাপাড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ডুবে গেছে চরের আমন ও শাক-সবজির খেত। অনেকে গবাদিপশু নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি আবারও বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে লালমনিরহাটের ৫টি উপজেলার নদীতীরবর্তী চরাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ করে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তিস্তার পানিতে তলিয়ে গেছে আমন খেত। বন্যার পানি বৃদ্ধি পেয়ে অন্তত ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উত্তরাঞ্চলে বন্যার ছোবল আঘাত হেনেছে উজান থেকে আসা পানির চাপে। শুষ্ক মৌসুমে উজানে তিস্তা নদীর পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশ অংশে দেখা দেয় পানির সংকট। কোথাও কোথাও দেশের অন্যতম বৃহত্তম এই নদীর অবস্থা দাঁড়ায় ‘পার হয়ে যায় গরু পার হয় গাড়ি।’ উত্তরাঞ্চলে বিশেষ করে তিস্তা অববাহিকার বন্যা নিয়ন্ত্রণে নদীর স্বাভাবিকতা বজায় রাখতে উজানে পানি প্রত্যাহার বন্ধ করতে হবে। তিস্তার পানির সমবণ্টন নিশ্চিত করাও জরুরি। পাশাপাশি নদীর পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে। বন্যা প্রতি বছর উত্তরাঞ্চলে যে ক্ষয়ক্ষতি ঘটায় তাতে লাগাম দেওয়ার প্রকৃষ্ট উপায় হলো ওই এলাকার সব নদ-নদীর পানি ধারণ ক্ষমতা বাড়ানো। বন্যা নিয়ে ভয় নয়। সরকারের পাশাপাশি দুর্গতজনদের পাশে দাঁড়াতে হবে সমাজের বিত্তবানদের।
শিরোনাম
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
বন্যা নিয়ে ভয় নয়
দুর্গতদের পাশে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর