জলাবদ্ধতার অভিশাপ থেকে কিছুতেই মুক্তি পাচ্ছে না বন্দরনগরী চট্টগ্রাম। ভারী বৃষ্টি হলেই নগরের বিস্তীর্ণ এলাকা ডুবে যাচ্ছে পানির নিচে। শনি ও রবিবার ভারী বৃষ্টির পর একই অবস্থার সৃষ্টি হয়। এভাবে চলতি বছর ১০ বার চট্টগ্রাম জলাবদ্ধতার শিকার হলো। একই সঙ্গে ঘটেছে পাহাড় ধসের ঘটনা। চট্টগ্রাম নগরের ষোলশহর আইডব্লিউ কলোনিতে পাহাড় ধসে সাত মাস বয়সী মেয়েশিশু ও তার বাবার মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। আইডব্লিউ কলোনির পাহাড়টি প্রায় ৫০ ফুট উঁচু, সেখানে রিটেইনিং ওয়ালও আছে। পাহাড়ের নিচে কাঁচাঘর বানিয়ে নিম্নআয়ের লোকজন থাকতেন। রবিবার সকালে অতিবৃষ্টিতে পাহাড় থেকে মাটি ধসে নিচে ঘরের ওপর পড়ে। তাতে একই পরিবারের চারজন চাপা পড়লে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং অপর দুজন এখন চিকিৎসাধীন। জলাবদ্ধতার কারণে চট্টগ্রামে পূর্বনির্ধারিত এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পর শুরু হয়। চট্টগ্রামসহ তিন বোর্ডের প্রথম চারটি পরীক্ষা জলাবদ্ধতার কারণে স্থগিত করা হয়েছিল। রবিবার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোমরপানি, কোথাও হাঁটুপানি মাড়িয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে হয়েছে। প্রবল বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনসহ অন্যান্য যান চলাচল বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ২৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাহাড়ধস নিয়ে সতর্ক থাকতে ক্যাম্পাসে অবস্থিত কলোনিগুলোতে মাইকিং করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভারী বর্ষণে পুরোপুরি তলিয়ে যায় চট্টগ্রামের ফতেয়াবাদ স্টেশন। এ কারণে রবিবার শহর থেকে কোনো শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যায়নি। অন্যদিকে বৃষ্টিপাতে হাটহাজারীর নন্দীরহাট প্লাবিত হওয়ায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ক্যাম্পাসে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। চট্টগ্রামে জলাবদ্ধতা অবসানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করার পরও এর ফাঁদ থেকে বেরোতে পারছে না নগরবাসী। এ দুর্ভোগের অবসানে কোথায় কোথায় ত্রুটি তা নির্ধারণ করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিরোনাম
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
চট্টগ্রামে জলাবদ্ধতা
সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর