প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বাংলাদেশের সার্বভৌম নীতি স্বাধীনতার প্রতি ফ্রান্সের শ্রদ্ধা ও সমর্থন ব্যক্ত করেছেন। চলমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ফ্রান্সের এ সমর্থন তাৎপর্যপূর্ণ অর্জন বলে মনে করা হচ্ছে। যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁরা উভয়েই আশা করছেন বাংলাদেশ ও ফ্রান্সের কৌশলগত পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭২ সালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ যে বন্ধনের সূচনা করেন তা ইতোমধ্যে নতুন মাত্রায় পৌঁছেছে। গত দেড় দশকে বাংলাদেশে সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা, উন্নয়ন ও সুশাসনের ওপর ভিত্তি করে এই নতুন সম্পর্কের ভিত রচিত হয়েছে। ফ্রান্স সরকার জনগণের মৌলিক ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে। বাংলাদেশের অর্থনীতির দর্শনীয় ও ধারাবাহিক অগ্রগতিতে ব্যক্ত করা হয়েছে ফরাসি সরকারের আস্থা ও প্রশংসা। জিএসপি প্লাস প্রকল্পের অধীনে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সুবিধা অব্যাহত রেখে ভিশন-২০৪১ বাস্তবায়নে বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স। অবকাঠামো উন্নয়নে ফ্রান্স অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়েছে। তারা বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা অবকাঠামো নির্মাণে উন্নত ও বিশেষায়িত প্রযুক্তিগত সহায়তা প্রদানে আগ্রহ দেখিয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতৃস্থানীয় দেশ হিসেবে বাংলাদেশ ও ফ্রান্স এ অঞ্চলের ভূরাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করবে। ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে বন্ধুপ্রতিম দেশটি থেকে ১০টি নতুন এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। স্যাটেলাইটসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার দুই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। ব্যতিক্রমধর্মী সফরে ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশের মানুষ ও প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় নীতিতে বিশ্বাসী। সব দেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার যে নীতি-কৌশল বাংলাদেশ অবলম্বন করছে তার প্রতি ফরাসি সমর্থনকে এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
শিরোনাম
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
অনন্য যৌথ বিবৃতি
বাংলাদেশের জন্য এক বড় অর্জন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর