নির্বাচন সামনে রেখে সরকার ও বিরোধী দল দুই কৌশল বেছে নিয়েছে। নির্বাচনের আগে নিজেদের দাবি-দাওয়া আদায়ে বিরোধী দল বেছে নিয়েছে আন্দোলনের পথ। অন্যদিকে উন্নয়ন চমকে বিমুগ্ধ করে জনগণকে নিজেদের পক্ষে রাখার কৌশল বেছে নিয়েছে সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একে একে খুলে দেওয়া হচ্ছে সরকারের মেগা প্রকল্পগুলো। এর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতুতে রেল চলাচল, আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল, আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একাংশ। এ ছাড়া উদ্বোধনের অপেক্ষায় রয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে ও বিআরটির কিছু প্রকল্প। এর ফলে সহজ হবে দেশের যোগাযোগব্যবস্থা। বাড়বে কর্মসংস্থান। খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বৈতরণী পার হতে এসব মেগা প্রকল্পকে ‘ট্রাম্পকার্ড’ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ক্ষমতাসীন দল। দৃশ্যমান উন্নয়ন প্রকল্প তরুণ ভোটারদের যেমন আকৃষ্ট করবে, তেমনি এ অর্জনগুলো নির্বাচনী প্রচার-প্রচারণায়ও সুবিধা পাবে বলে আশা করছেন তারা। ক্ষমতাসীন দলটির শীর্ষ নেতারা ভোটের আগে উন্নয়ন চমক দেখিয়ে নিজেদের পক্ষে জোয়ার সৃষ্টি করতে চান। এ উদ্দেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করা হবে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও সরকারপ্রধান শেখ হাসিনা। জাতীয় পর্যায়ে নির্মিত মেগা প্রকল্পের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন। স্থানীয়ভাবে প্রতিশ্রুত বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করা হবে। নির্বাচনের আগে জনগণের কাছে ঠাঁই পেতে বিরোধী দল মাঠে থাকার চেষ্টা করে এবং এটি বিরোধীদলীয় রাজনীতির ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের সব কর্মসূচির জবাব দেওয়া হচ্ছে উন্নয়নের চমক দেখিয়ে। দেশের মানুষ উন্নয়ন চায়, নিজেদের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন চায়। জনগণের এই প্রত্যাশা পূরণ নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে কতটা কাজে আসবে তা এখন দেখার বিষয়।
শিরোনাম
- স্ত্রীসহ রূপালী ব্যাংকের সাবেক এমডি মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- চাঁদপুরে ৫টি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
- গাইবান্ধায় স্বেচ্ছাসেবক লীগ ও পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার
- এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করল যুক্তরাজ্য
- শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতি
- সেবার মান নিয়ে ক্ষোভ গ্রাহকদের, অভিযোগের মুখে ‘পাঠাও’
- গোপালগঞ্জে বিশেষ শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি নিয়ে সেমিনার
- যুক্তরাজ্যে সেই চীনা ক্রিপ্টোকুইনের ১১ বছর ৮ মাসের কারাদণ্ড
- নতুন পে স্কেল বাস্তবায়নের ফ্রেমওয়ার্ক তৈরি করবে সরকার: অর্থ উপদেষ্টা
- যুক্তরাষ্ট্রে গেলেন সোহেল তাজ
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেফতার
- নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অর্থোপেডিক অপারেশন
- ইসরায়েলি ফুটবল দলকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি
- রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন
- মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ
- কেন ফ্রান্সের ওপর চটেছেন ট্রাম্প?
- দ্বাদশ সংসদের এমপিদের অখালাস ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর
- গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
- শিবচরে মহাসড়কে তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার
উন্নয়নের চমক
উদ্দেশ্য নির্বাচনী বৈতরণী পার হওয়া
প্রিন্ট ভার্সন