নির্বাচন সামনে রেখে সরকার ও বিরোধী দল দুই কৌশল বেছে নিয়েছে। নির্বাচনের আগে নিজেদের দাবি-দাওয়া আদায়ে বিরোধী দল বেছে নিয়েছে আন্দোলনের পথ। অন্যদিকে উন্নয়ন চমকে বিমুগ্ধ করে জনগণকে নিজেদের পক্ষে রাখার কৌশল বেছে নিয়েছে সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একে একে খুলে দেওয়া হচ্ছে সরকারের মেগা প্রকল্পগুলো। এর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতুতে রেল চলাচল, আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল, আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একাংশ। এ ছাড়া উদ্বোধনের অপেক্ষায় রয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে ও বিআরটির কিছু প্রকল্প। এর ফলে সহজ হবে দেশের যোগাযোগব্যবস্থা। বাড়বে কর্মসংস্থান। খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বৈতরণী পার হতে এসব মেগা প্রকল্পকে ‘ট্রাম্পকার্ড’ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ক্ষমতাসীন দল। দৃশ্যমান উন্নয়ন প্রকল্প তরুণ ভোটারদের যেমন আকৃষ্ট করবে, তেমনি এ অর্জনগুলো নির্বাচনী প্রচার-প্রচারণায়ও সুবিধা পাবে বলে আশা করছেন তারা। ক্ষমতাসীন দলটির শীর্ষ নেতারা ভোটের আগে উন্নয়ন চমক দেখিয়ে নিজেদের পক্ষে জোয়ার সৃষ্টি করতে চান। এ উদ্দেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করা হবে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও সরকারপ্রধান শেখ হাসিনা। জাতীয় পর্যায়ে নির্মিত মেগা প্রকল্পের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন। স্থানীয়ভাবে প্রতিশ্রুত বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করা হবে। নির্বাচনের আগে জনগণের কাছে ঠাঁই পেতে বিরোধী দল মাঠে থাকার চেষ্টা করে এবং এটি বিরোধীদলীয় রাজনীতির ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের সব কর্মসূচির জবাব দেওয়া হচ্ছে উন্নয়নের চমক দেখিয়ে। দেশের মানুষ উন্নয়ন চায়, নিজেদের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন চায়। জনগণের এই প্রত্যাশা পূরণ নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে কতটা কাজে আসবে তা এখন দেখার বিষয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
উন্নয়নের চমক
উদ্দেশ্য নির্বাচনী বৈতরণী পার হওয়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর