রূপকথার ফিনিক্স পাখির কথা অনেকেরই জানা। ভস্মের মধ্য থেকে উড়াল দেওয়ার কৃতিত্ব দেখিয়েছিল যে পাখি। বাংলাদেশের উত্থানকেও একই অভিধায় তুলনা করা যায়। নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও স্কলারদের উদ্দেশে প্রধানমন্ত্রী সংগত কারণেই বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষে যে দেশটি ছিল যুদ্ধবিধ্বস্ত দেশ, যে দেশটির অবস্থান ছিল বিশ্বের সব দেশের পেছনে, সে দেশটি এখন দুই শর বেশি দেশের মধ্যে ৩৫তম অর্থনৈতিক শক্তি। বাংলাদেশ ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘বাংলাদেশ ইকোনমিক অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক ওই সেমিনারে প্রধানমন্ত্রী বলেছেন- তিনি রাজনীতিতে এসেছেন তাঁর পিতার স্বপ্ন অনুধাবন করে। স্বপ্নটি ছিল বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তোলা। যেখানে প্রত্যেক নাগরিক স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আমরা এ স্বপ্ন পূরণে অনেকটা পথ পাড়ি দিয়েছি। ২০২৬ সাল নাগাদ আমরা একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হব। ২০৪১ সালের মধ্যে আমরা সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনের প্রত্যাশা করছি। ২০০৯ সাল থেকে গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের কল্যাণে ব্যাপক সামাজিক-অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশ উন্নতি লাভ করেছে। ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ হবে ২০তম অর্থনৈতিক শক্তি। দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে। ২০০৬ সালে দারিদ্র্যের হার ছিল ৪১ দশমিক ৫ শতাংশ। ২০২২ সালে এ হার নেমে এসেছে ১৮ দশমিক ৭ শতাংশে। অতিদারিদ্র্যের হার এখন ৫ দশমিক ৬ শতাংশ। মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬০ ডলারে। করোনা মহামারির আগে বাংলাদেশের জিডিপি দাঁড়ায় ৬ দশমিক ৭ শতাংশে। করোনা মহামারিকালে যেখানে অন্য দেশগুলোর উৎপাদন কমে যাচ্ছিল, সেখানে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৪৫ শতাংশ। এখন প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৭ শতাংশে। শিল্প খাতে জিডিপি বেড়ে ২২ থেকে ৩৭ শতাংশ হয়েছে। বাংলাদেশের গড় আয়ু বেড়েছে গত দেড় দশকে। কমেছে শিশুমৃত্যুর হার। লৈঙ্গিক সমতার ক্ষেত্রে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় শীর্ষে। এ অগ্রগতি যে এমনি এমনি আসেনি প্রধানমন্ত্রী তা তুলে ধরেছেন তাঁর বক্তৃতায়। এ জন্য দৃঢ়প্রতিজ্ঞ জনগণ ও বিচক্ষণ পরিকল্পনাকে কৃতিত্ব দিয়েছেন। বাংলাদেশি শিক্ষার্থীদের বলেছেন, তারা যেন জন্মভূমিকে ভুলে না যায়। কারণ জন্মভূমিই আমাদের পরিচয়। বক্তব্যটি প্রাসঙ্গিকই শুধু নয়, তাৎপর্যেরও দাবিদার।
শিরোনাম
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
বাংলাদেশের অগ্রগতি
ফিনিক্স পাখির কথা শোনালেন প্রধানমন্ত্রী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস
সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম