হুন্ডির লাগাম পরানো কিছুতেই সম্ভব হচ্ছে না। এ ব্যর্থতা দেশের অর্থনীতিতে বিসংবাদ ডেকে আনছে। ডলার সংকটের ঘেরাটোপে বাড়ছে মূল্যস্ফীতি। বাজার নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। হুন্ডির থাবা থামাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা বজ্র আঁটুনি ফসকা গেরোয় পরিণত হওয়ায় কোনো কাজে আসছে না। ডলারের দাম বাড়ায় প্রবাসীরা হুন্ডির ওপরই ভরসা করছে। এমনকি ব্যাংকে ডলার সংকট থাকায় ব্যবসায়ীরাও হুন্ডিতে লেনদেন করছে। প্রবাসী বা বিদেশে স্থায়ীভাবে বসবাসরত অনাবাসী বাংলাদেশি, ফ্রিল্যান্সার ও ব্যবসায়ীরা ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে হুন্ডির মাধ্যমে অবৈধভাবে দেশে টাকা নিয়ে আসছে। আমদানির ক্ষেত্রেও হুন্ডিতে লেনদেন বেড়েছে। ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বাড়ানো যাচ্ছে না। হুন্ডি খেয়ে ফেলছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বিদেশগামী শ্রমিক বাড়লেও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসছে তুলনামূলক কম। হুন্ডিতে রেমিট্যান্স বেশি আসায় ওইসব ডলার চলে যায় কার্ব মার্কেট বা খোলা বাজারে। এতে কার্ব মার্কেটে ডলারের সরবরাহ বেড়েছে। কার্ব মার্কেটে প্রতি ডলারের দাম এখন ১২০ টাকা। যদিও ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠানো রেমিট্যান্সের ক্ষেত্রে প্রতি ডলারের বিপরীতে প্রবাসীরা প্রণোদনাসহ সর্বোচ্চ ১১২ টাকা ২৪ পয়সা পাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে ডলার বাজার সংকটে পড়ে। বৈদেশিক বাণিজ্যে ডলার পাওয়া যাচ্ছিল না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, বাইরে থেকেও ডলার সংগ্রহের জন্য ব্যাংক মরিয়া হয়ে দর বাড়াতে থাকে। এতে ১২০ টাকায় পৌঁছে যায় ডলারের দর। দেশের ভোগ্যপণ্যের এক বড় অংশ আমদানিনির্ভর। ডলার সংকটে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ব্যাপকহারে। নির্বাচন যখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তখন ডলারের মূল্যবৃদ্ধি নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি করছে; যা থামাতে হুন্ডির থাবা থামানো সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
অপ্রতিরোধ্য হুন্ডি
ওদের বিরুদ্ধে কঠোর হোন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর