দেশে শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক অস্থিরতার শিকার হচ্ছে শিশুরা। চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত ৪৪৯ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একই সময়ে ৯৭১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৯২ শিশু। বুধবার বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি ও করণীয় নিয়ে আয়োজিত সংলাপে এমন তথ্য তুলে ধরা হয়েছে। আসন্ন নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার না করার পাশাপাশি যে কোনো রাজনৈতিক কর্মসূচির কারণে শিশুরা যাতে ঝুঁকিতে না পড়ে সেটি নিশ্চিত করার জন্য কোয়ালিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হয়েছে ওই সংলাপে। এতে বলা হয়, সারা দেশে ২০২০ সালে ১ হাজার ৭১৮ জন, ২০২১ সালে ১ হাজার ৪২৬ জন, ২০২২ সালে ১ হাজার ৮৮ জন এবং ২০২৩ সালে ২৫ নভেম্বর পর্যন্ত ৯৭১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। ২০২২ সালে ৫১৬ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়। এ বছর ৮১ জন শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে বখাটেরা উত্ত্যক্ত করে ৫৬ শিশুকে। গত বছর ওই সংখ্যা ছিল ৬৬টি। এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো বাল্যবিয়ের শীর্ষে বাংলাদেশ, যা মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দেশের ৫১ শতাংশ কিশোরী বাল্যবিয়ের শিকার হচ্ছে এবং তাদের ২৭ শতাংশের বিয়ে হচ্ছে ১৫ বছর বয়স হওয়ার আগেই। যোগ্যতাভিত্তিক যে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছে তার সুফল নিশ্চিত করতে শিক্ষকসহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয় সংলাপে। দেশের সংসদ নির্বাচনের আগে শিশু অধিকার নিয়ে কাজ করে এমন এনজিওগুলোর কোয়ালিশনের আয়োজিত সংলাপ খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের দেশে নির্বাচনে শিশুদের যথেচ্ছভাবে ব্যবহার করা হয়। রাজনৈতিক সংঘাতের নির্মম শিকার হয় তারা। আশা করা যায় রাজনৈতিক দলগুলো শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের অবিমৃশ্যকারিতা থেকে দূরে থাকবে।
শিরোনাম
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
শিশু নির্যাতন
রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখুন
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর