গত বছর রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছে ঘাতক ব্যাধি ডেঙ্গুতে। প্রাণ হারানোর সংখ্যাও অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা নিধনে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ বছর তা আরও আগ্রাসি আকার ধারণ করতে পারে এমন আভাস ইতোমধ্যে মিলেছে। চলতি বছরের ২৫ মে পর্যন্ত ডেঙ্গুর থাবায় মারা গেছেন ৩৩ জন, আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৫ জন। গত বছর এ সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬২০ জন, মারা গিয়েছিলেন ১৩ জন। গতবারের তুলনায় এরই মধ্যে আড়াই গুণের বেশি মানুষ মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন। গত বছর দেশে ডেঙ্গু রোগে সংক্রমিত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। ইনজেকশনযোগ্য স্যালাইনের অভাবে পরিস্থিতি ভয়াল হয়ে ওঠে। এ বছর যাতে ফের স্যালাইন সংকট না হয় সেজন্য স্বাস্থ্যসেবা বিভাগ বৈঠক করেছে। ওষুধটির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে সরকারি হাসপাতালে মজুত বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। স্মর্তব্য, ২০০০ সালে দেশে প্রথম ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সে বছর ৫ হাজার ৫৫১ জন আক্রান্ত এবং ৯৩ জন প্রাণ হারান। এরপর ২০১৯ সালে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করে। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখেরও বেশি। প্রাণ হারান ১৭৯ জন। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত বছর দেশে ডেঙ্গু আক্রান্তের ২২ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হন ও মারা যান। ডেঙ্গুর আগ্রাসন বর্ষা শেষে কমে গেলেই এডিসের লার্ভা নিধনের কার্যক্রম থেমে যায়। সে সময় যে লার্ভা সুপ্ত অবস্থায় থাকে পরবর্তীতে বৃষ্টি বা অন্য কোনো পানি পেলেই সেগুলো জেগে ওঠে। শুষ্ক মৌসুমে কীটনাশক ব্যবহার করে লার্ভা নিধন কার্যক্রম জোরদারভাবে চালানো হলে পরবর্তী বছরে ডেঙ্গুর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
এডিস মশার আগ্রাসন
দায়ী সঠিক সিদ্ধান্তের অভাব
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর