গত বছর রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছে ঘাতক ব্যাধি ডেঙ্গুতে। প্রাণ হারানোর সংখ্যাও অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা নিধনে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ বছর তা আরও আগ্রাসি আকার ধারণ করতে পারে এমন আভাস ইতোমধ্যে মিলেছে। চলতি বছরের ২৫ মে পর্যন্ত ডেঙ্গুর থাবায় মারা গেছেন ৩৩ জন, আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৫ জন। গত বছর এ সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬২০ জন, মারা গিয়েছিলেন ১৩ জন। গতবারের তুলনায় এরই মধ্যে আড়াই গুণের বেশি মানুষ মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন। গত বছর দেশে ডেঙ্গু রোগে সংক্রমিত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। ইনজেকশনযোগ্য স্যালাইনের অভাবে পরিস্থিতি ভয়াল হয়ে ওঠে। এ বছর যাতে ফের স্যালাইন সংকট না হয় সেজন্য স্বাস্থ্যসেবা বিভাগ বৈঠক করেছে। ওষুধটির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে সরকারি হাসপাতালে মজুত বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। স্মর্তব্য, ২০০০ সালে দেশে প্রথম ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সে বছর ৫ হাজার ৫৫১ জন আক্রান্ত এবং ৯৩ জন প্রাণ হারান। এরপর ২০১৯ সালে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করে। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখেরও বেশি। প্রাণ হারান ১৭৯ জন। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত বছর দেশে ডেঙ্গু আক্রান্তের ২২ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হন ও মারা যান। ডেঙ্গুর আগ্রাসন বর্ষা শেষে কমে গেলেই এডিসের লার্ভা নিধনের কার্যক্রম থেমে যায়। সে সময় যে লার্ভা সুপ্ত অবস্থায় থাকে পরবর্তীতে বৃষ্টি বা অন্য কোনো পানি পেলেই সেগুলো জেগে ওঠে। শুষ্ক মৌসুমে কীটনাশক ব্যবহার করে লার্ভা নিধন কার্যক্রম জোরদারভাবে চালানো হলে পরবর্তী বছরে ডেঙ্গুর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
শিরোনাম
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
এডিস মশার আগ্রাসন
দায়ী সঠিক সিদ্ধান্তের অভাব
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর