ছাত্র-জনতার অভ্যুত্থানের জয় হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থানে ক্ষমতা থেকে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি দেশত্যাগও করেছেন। কারফিউর মধ্যেও গতকাল রাজপথে নামে লাখ লাখ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেওয়ার কোনো চেষ্টাও করেনি। দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার খবর প্রচারিত হওয়ার পর উৎসবে মাতে জনতা। গণভবনের ভিতরে গিয়েও উল্লাসে ফেটে পড়ে তারা। এর আগে সারা দেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে অন্তর্বর্তী সরকার গঠনে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে অন্তর্বর্তী সরকার গঠনে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ নামের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে দীর্ঘ ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের ফল হিসেবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে ছাত্র হত্যার পর যে জনক্ষোভ সৃষ্টি হয় তার পরিণতিতে ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের বিপুল বিজয় নিশ্চিত হয়। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানেও অনুঘটকের ভূমিকা পালন করে ছাত্ররা। আমাদের মহান মুক্তিযুদ্ধে ছাত্র-জনতার ভূমিকা ছিল মুখ্য। স্বাধীনতার পর ’৯০-এর স্বৈরাচারবিরোধী গণ অভ্যুত্থানের মুখে সেনাপতি শাসক এরশাদের পতন হয়। তারপর জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হলে গত দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ পদত্যাগের মাধ্যমে গণ অভ্যুত্থানের জয় নিশ্চিত হয়। সারা দেশে জ্বালাও-পোড়াও, সংঘর্ষ ও রক্তপাতের যে কালো অধ্যায় থাবা বিস্তার করে তা থেকে রেহাই পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। প্রমাণিত হয় মানুষের রক্ত ঝরিয়ে কারও পক্ষে ক্ষমতায় আঁকড়ে থাকা সম্ভব হয় না। আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায় দেশে কর্তৃত্ববাদের বদলে গণতান্ত্রিক শাসন প্রবর্তনের সুযোগ সৃষ্টি করেছে। দেশবাসীর সামনে সৃষ্টি হয়েছে অজুত সম্ভাবনা। এ সম্ভাবনা কাজে লাগাতে ছাত্রদের তাদের শিক্ষাঙ্গনে ফিরে যেতে হবে। ধ্বংস নয়, দেশ গড়ার জন্য প্রস্তুত হতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। গণ অভ্যুত্থানের অবিসংবাদিত জয়ের জন্য ১৮ কোটি মানুষের সাহসী জাতিকে অভিনন্দন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ছাত্র-গণ অভ্যুত্থান
গণতন্ত্রের পথে হোক উত্তরণ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর