সার্বভৌমত্বের প্রশ্নে আপস নেই। এ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রত্যয় উচ্চারিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে। জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসক প্রতিবেশী দেশে বসে একের পর এক দাবার চাল চালছেন। উদ্দেশ্য গণ অভ্যুত্থানের মাধ্যমে ১৮ কোটি মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে প্রতিষ্ঠিত সরকারের পতন ঘটানো। সে দিবাস্বপ্নে মদত জোগাচ্ছে প্রতিবেশী দেশের অসংযমী মনোভাব। বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালিয়ে তারা সংঘাতের দিকে পা বাড়ানোর পাঁয়তারা চালাচ্ছে। রাজনৈতিক দলগুলোর বৈঠকে জাতীয় ঐক্য গড়ার আহ্বানে ইতিবাচক মনোভাব দেখিয়েছে সব দল। বাংলাদেশকে ঘিরে যে অশুভ চক্রান্ত চলছে, তা নস্যাতে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার পরামর্শ দেওয়া হয়েছে অংশগ্রহণকারী একটি বৃহৎ দলের পক্ষ থেকে। তাদের অভিমত, নির্বাচনি রোডম্যাপ প্রকাশ হলে সব ষড়যন্ত্র স্তব্ধ হবে। জনগণ নির্বাচনমুখী হয়ে পড়লে তাদের মধ্যে যে প্রেরণা সৃষ্টি হবে, তা পতিত স্বৈরাচারের স্বপ্নে বাদ সাধবে। বৈঠক শেষে আইন উপদেষ্টা সাফ সাফ বলেছেন, বাংলাদেশকে দুর্বল নতজানু ভাবার অবকাশ নেই। সবার ওপরে দেশ, এ থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশের দূতাবাসে হামলা, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ও বাংলাদেশবিরোধী প্রচারণার ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছে বৈঠকে অংশগ্রহণকারী সব দল। সব ষড়যন্ত্র ও অপপ্রচার আরও শক্তভাবে মোকাবিলার প্রত্যয় উচ্চারিত হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে। বাংলাদেশের মানুষ অনেক রক্তের বিনিময়ে একাত্তরে স্বাধীনতা অর্জন করেছে। রাষ্ট্রীয় স্বাধীনতা অর্জিত হলেও জনগণের স্বাধীনতা অর্থাৎ কথা বলার, ভিন্ন মত প্রকাশ এবং স্বচ্ছ পরিবেশে ভোট দেওয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বারবার। এ দস্যুতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেশের মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় স্বাধীনতার পাশাপাশি জনগণের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা যে কোনো মূল্যে বজায় রাখতে হবে। পতিত স্বৈরাচার ও বিদেশি আধিপত্যবাদের হুমকি ঠেকাতে গড়ে তুলতে হবে সুদৃঢ় জাতীয় ঐক্য।
শিরোনাম
- ভাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- ট্রানজিটে মার্কিন অনীহা, তাইওয়ান প্রেসিডেন্টের লাতিন আমেরিকা সফর স্থগিত
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত
- অতি বৃষ্টিতে ধানের খড় নষ্ট, বিপাকে খামারিরা
- ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার
- ছেলেসহ সালমান এফ রহমানকে ১৫০ কোটি টাকা জরিমানা
- ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
- মোংলায় ৩০ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
- সুস্পষ্ট ঐকমত্যের তালিকা রাজনৈতিক দলগুলোকে আজ দেয়া হবে : আলী রীয়াজ
- হবিগঞ্জে টমটম চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন
- যেসব নীতিমালা-আইন কাজে আসছে না সেগুলো পরিবর্তনের পরামর্শ প্রধান উপদেষ্টার
- ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে চাষীদের মানববন্ধন
- সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের : মঈন খান
- অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য
- আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল
- তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে : ধর্ম উপদেষ্টা
- কাঠালিয়ায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ
- আরও একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মহাসড়কে সাংস্কৃতিক প্রতিবাদ