সার্বভৌমত্বের প্রশ্নে আপস নেই। এ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রত্যয় উচ্চারিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে। জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসক প্রতিবেশী দেশে বসে একের পর এক দাবার চাল চালছেন। উদ্দেশ্য গণ অভ্যুত্থানের মাধ্যমে ১৮ কোটি মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে প্রতিষ্ঠিত সরকারের পতন ঘটানো। সে দিবাস্বপ্নে মদত জোগাচ্ছে প্রতিবেশী দেশের অসংযমী মনোভাব। বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালিয়ে তারা সংঘাতের দিকে পা বাড়ানোর পাঁয়তারা চালাচ্ছে। রাজনৈতিক দলগুলোর বৈঠকে জাতীয় ঐক্য গড়ার আহ্বানে ইতিবাচক মনোভাব দেখিয়েছে সব দল। বাংলাদেশকে ঘিরে যে অশুভ চক্রান্ত চলছে, তা নস্যাতে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার পরামর্শ দেওয়া হয়েছে অংশগ্রহণকারী একটি বৃহৎ দলের পক্ষ থেকে। তাদের অভিমত, নির্বাচনি রোডম্যাপ প্রকাশ হলে সব ষড়যন্ত্র স্তব্ধ হবে। জনগণ নির্বাচনমুখী হয়ে পড়লে তাদের মধ্যে যে প্রেরণা সৃষ্টি হবে, তা পতিত স্বৈরাচারের স্বপ্নে বাদ সাধবে। বৈঠক শেষে আইন উপদেষ্টা সাফ সাফ বলেছেন, বাংলাদেশকে দুর্বল নতজানু ভাবার অবকাশ নেই। সবার ওপরে দেশ, এ থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশের দূতাবাসে হামলা, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ও বাংলাদেশবিরোধী প্রচারণার ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছে বৈঠকে অংশগ্রহণকারী সব দল। সব ষড়যন্ত্র ও অপপ্রচার আরও শক্তভাবে মোকাবিলার প্রত্যয় উচ্চারিত হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে। বাংলাদেশের মানুষ অনেক রক্তের বিনিময়ে একাত্তরে স্বাধীনতা অর্জন করেছে। রাষ্ট্রীয় স্বাধীনতা অর্জিত হলেও জনগণের স্বাধীনতা অর্থাৎ কথা বলার, ভিন্ন মত প্রকাশ এবং স্বচ্ছ পরিবেশে ভোট দেওয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বারবার। এ দস্যুতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেশের মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় স্বাধীনতার পাশাপাশি জনগণের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা যে কোনো মূল্যে বজায় রাখতে হবে। পতিত স্বৈরাচার ও বিদেশি আধিপত্যবাদের হুমকি ঠেকাতে গড়ে তুলতে হবে সুদৃঢ় জাতীয় ঐক্য।
শিরোনাম
- যুবককে আটকে বুথ থেকে সাড়ে ৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ
- লিবিয়া থেকে দেশে ফেরার জন্য ২ হাজার বাংলাদেশির নিবন্ধন
- জুলাই শহীদরা জানতো না, তাদের আত্মত্যাগে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে : ইশরাক
- পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
- টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন মুস্তাফিজ
- উল্লাপাড়ায় আদর্শ গ্রামে অগ্নিকাণ্ডে ১০ ঘর ভস্মীভূত
- কক্সবাজারে বিক্ষোভ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু
- বিতর্কের মুখে শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল
- কুমিল্লা বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জবি ছাত্রদলের স্মারকলিপি
- রাজৈরে মাদ্রাসাছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন
- বাগেরহাটে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
- নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে : সেলিমা রহমান
- রাজধানীতে মা-মেয়েকে হত্যা : দুই আসামির মৃত্যুদণ্ড
- ২০২৬ সালের এসএসসি-এইচএসসি নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দেবেন যারা
- হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ছয় মামলা বিচারের জন্য প্রস্তুত
- বগুড়ায় আদালত চত্বরে যুবলীগ নেতাকে ডিম নিক্ষেপ
- দেশজুড়ে অভিযানে গ্রেফতার ১৭৮৩
জাতীয় ঐক্য
সার্বভৌমত্বের প্রশ্নে আপস নেই
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর